Sobujbangla.com | জাতীয় শোক দিবস ঘিরে সতর্ক পুলিশ।
News Head

জাতীয় শোক দিবস ঘিরে সতর্ক পুলিশ।

  |  ২১:৫৮, আগস্ট ১৪, ২০২১

শোকের মাসে নাশকতা চালিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কাড়ার চেষ্টা চালায় জঙ্গিরা। তাই ১৫ আগস্টে নিরাপত্তা ঝুঁকি না থাকলেও; সতর্ক রয়েছে পুলিশ। শনিবার (১৪ আগস্ট) এ কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। জাতীয় শোক দিবস উপলক্ষে নিরাপত্তা পরিস্থিতি দেখতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে যান ঢাকা মেট্রোপলিটন কমিশনার। জানান, ১৫ আগস্ট ঘিরে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শ্রদ্ধা জানাতে আসা সাবাইকে মানতে হবে স্বাস্থ্যবিধি। ডিএমপি কমিশনার জানান, আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কাড়তে, আগস্ট মাসে বড় ধরনের নাশকতার পরিকল্পনা থাকে জঙ্গিদের। তাই এ মাসে নাশকতার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। তবে, তৎপর রয়েছে পুলিশ। তালেবানদের আহবানে কথিত হিজরতে আফগানিস্তানে গেছেন কিছু সংখ্যক বাংলাদেশি। যাদের কয়েকজন ধরা পড়েছে ভারতে। অনলাইনে জঙ্গি কার্যক্রম চালিয়ে যারা ধাপে ধাপে সংগঠিত হওয়ার চেষ্টা করছিল, সম্প্রতি তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ