শিশু জিসানের মরদেহে পঁচন ধরেছিলো, চিনতে পারছিলেন না মা-ও
রাজধানীর খিলগাঁওয়ে নিখোঁজের তিনদিন পর বাড়ির পাশের নির্মাণাধীন ভবন থেকে উদ্ধার হলো শিশু জিসানের মরদেহ। যাতে এরইমধ্যে পঁচন ধরেছে। চিনতে পারছিলেন না, নিজের মা-ও। হাতের ঘড়ি দেখে শনাক্ত হয় পরিচয়।
খিলগাঁওয়ের নন্দীপাড়ার সড়কে গেল শুক্রবার প্রতিদিনের মত খেলছিলো ৫ বছরের জিসানুল ইসলাম আকাইদ। বিকেল ৩টা ৪০ মিনিটে একটি রিকশা এসে দাঁড়ায়। মাস্ক পরা চালকের মাথায় ছিল ক্যাপ। ১০ মিনিট ঠাঁয় দাঁড়িয়ে ছিলো রিকশাটি। এসময় একদল শিশু ফুটবল নিয়ে খেলতে খেলতে রাস্তায় যাচ্ছিলো। সবার পেছনে থাকা জিসান হঠাৎ রিকশায় উঠে বসলে চালক রিকশাটি নিয়ে চলে যায়। এরপর সারারাত খোঁজাখুঁজির পরও মেলেনি জিসানের সন্ধান।
দুদিন পর জিসানদের বাসার সামনে নির্মাণাধীন ভবনের মালিক পচা গন্ধ পান। কাছে গিয়ে দেখেন কাঠের কাজ করা জায়গার ঠিক নিচে, মাছির ভন ভন শব্দ। উল্টে দেখেন একটি শিশুর মরদেহ।
মরদেহ পাওয়া গেছে শোনার পরপরই ঘটনাস্থলে যান জিসানের মা। ছেলেকে শনাক্ত করেন হাতের ঘড়ি দেখে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে খোঁজা হচ্ছে সেই ক্যাপ পরা রিকশাওয়ালাকে। প্রাথমিকভাবে একে হত্যাকাণ্ড মনে করছে পুলিশ।
এ ঘটনায় সেদিন নিখোঁজের জিডি হলেও সোমবার মামলা হয়েছে খিলগাঁও থানায়।