প্রথম ওয়ানডেতে টাইগারদের জয়, সাকিবের পাঁচ।
বাংলাদেশের দেয়া ২৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিক জিম্বাবুয়ে। প্রথমে টাইগার পেসারদের তোপে পড়ে জিম্বাবুয়ে দ্রুতই ৩ উইকেট হারিয়ে ফেলে। এরপরই একের পর এক আঘাত করতে থাকেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার তাইদওয়ানশে মারুমাকে দলীয় ৪ রানের মাথায় শূন্য রানে ফেরান সাইফউদ্দিন। এরপর দলীয় ১৩ রানে দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। পঞ্চম ওভারের সময় আরেক ওপেনার ওয়েসলে মাধবেরেকে বোল্ড করেন তাসকিন আহমেদ। দলীয় ৪৯ রানে শরীফুলকে পুল করতে গিয়ে ডিপ স্কয়ারে মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডিওন মায়ার্স। তিন পেসারের পর দলীয় ১৫তম ওভারে সাকিবের বলে তাসকিনকে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক ব্রেন্ডন টেইলর। দলীয় ১০৫ রানে রায়ান বুর্ল সাকিবের বলে আফিফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। পরের ওভারেই দলীয় ১০৫ রানে জিম্বাবুয়ের ষষ্ঠ উইকেটের পতন ঘটে। লুক জংওয়েকে রান আউটের ফাঁদে ফেলেন আফিফ হোসেন। দলীয় ১০৮ রানে ব্লেসিং মুজারাবানিকে এলবির ফাঁদে ফেলে ম্যাচে তৃতীয় উইকেট তুলে নেন সাকিব। দলীয় ১১৯ রানে চাকাবাকে মিরাজের ক্যাচ বানিয়ে ফেরান সাকিব। অবশ্য তার আগে চাকাবা ৫১ বলে ৪টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৫৪ রানের ইনিংস খেলেন। ম্যাচে এটি ছিল সাকিবের চতুর্থ উইকেট। দুই রান পর দলীয় ১২১ রানে ৯ম উইকেট হিসেবে এনগারাভাকে নুরুল হাসান সোহানের ক্যাচ বানিয়ে ম্যাচে পঞ্চম উইকেট তুলে নেন সাকিব আল হাসান। মারুমা ইনজুরিতে থাকায় আর ব্যাট করতে না নামলে ১৫৫ রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।