Sobujbangla.com | প্রথম ওয়ানডেতে টাইগারদের জয়, সাকিবের পাঁচ।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

প্রথম ওয়ানডেতে টাইগারদের জয়, সাকিবের পাঁচ।

  |  ২২:৪১, জুলাই ১৬, ২০২১

বাংলাদেশের দেয়া ২৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিক জিম্বাবুয়ে। প্রথমে টাইগার পেসারদের তোপে পড়ে জিম্বাবুয়ে দ্রুতই ৩ উইকেট হারিয়ে ফেলে। এরপরই একের পর এক আঘাত করতে থাকেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।  ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার তাইদওয়ানশে মারুমাকে দলীয় ৪ রানের মাথায় শূন্য রানে ফেরান সাইফউদ্দিন। এরপর দলীয় ১৩ রানে দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। পঞ্চম ওভারের সময় আরেক ওপেনার ওয়েসলে মাধবেরেকে বোল্ড করেন তাসকিন আহমেদ। দলীয় ৪৯ রানে শরীফুলকে পুল করতে গিয়ে ডিপ স্কয়ারে মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডিওন মায়ার্স। তিন পেসারের পর দলীয় ১৫তম ওভারে সাকিবের বলে তাসকিনকে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক ব্রেন্ডন টেইলর।  দলীয় ১০৫ রানে রায়ান বুর্ল সাকিবের বলে আফিফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। পরের ওভারেই দলীয় ১০৫ রানে জিম্বাবুয়ের ষষ্ঠ উইকেটের পতন ঘটে। লুক জংওয়েকে রান আউটের ফাঁদে ফেলেন আফিফ হোসেন। দলীয় ১০৮ রানে ব্লেসিং মুজারাবানিকে এলবির ফাঁদে ফেলে ম্যাচে তৃতীয় উইকেট তুলে নেন সাকিব। দলীয় ১১৯ রানে চাকাবাকে মিরাজের ক্যাচ বানিয়ে ফেরান সাকিব। অবশ্য তার আগে চাকাবা ৫১ বলে ৪টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৫৪ রানের ইনিংস খেলেন। ম্যাচে এটি ছিল সাকিবের চতুর্থ উইকেট। দুই রান পর দলীয় ১২১ রানে ৯ম উইকেট হিসেবে এনগারাভাকে নুরুল হাসান সোহানের ক্যাচ বানিয়ে ম্যাচে পঞ্চম উইকেট তুলে নেন সাকিব আল হাসান। মারুমা ইনজুরিতে থাকায় আর ব্যাট করতে না নামলে ১৫৫ রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ