যেমন হলো ইউরোর সেরা একদশ।
প্রকাশিত হয়েছে | ১৮:১৪, জুলাই ১৩, ২০২১
ইংলিশদের কাঁদিয়ে শিরোপায় চুমু দিয়েছে ইতালি। নিজেদের ইতিহাসে দ্বিতীয় ইউরো জিতল আজ্জুরিরা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টের শেষ হতেই সেরা একাদশ ঘোষণা দিয়েছে ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা)। যেখানে চ্যাম্পিয়ন দলের পাঁচ জন ফুটবলার জায়গা করে নিয়েছেন। রানার্সআপ ইংল্যান্ডের ৩ জন রয়েছেন এই একাদশে। স্পেন ডেনমার্ক ও বেলজিয়ামের একজন করে রয়েছেন একাদশে। গোল পোস্ট সামলাবেন ইতালির জিয়ানলুইজি দোন্নারুমা। রক্ষণভাগের পুরোটাই ইতালি-ইংল্যান্ডের দখলে। একাদশে জায়গা হয়নি পাঁচ গোল দিয়ে ইউরোর গোল্ডেন বুট জয়ী পর্তুগীজ অধিনায়ক ক্রিশ্চিয়ান রোনালদোর।
এ বিভাগের অন্যান্য সংবাদ