Sobujbangla.com | প্যারাগুয়েকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে পেরু।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

প্যারাগুয়েকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে পেরু।

  |  ১৩:১২, জুলাই ০৩, ২০২১

দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়েকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে উঠেছে পেরু। নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র ছিলো ম্যাচ। ল্যাতিন আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালটি ছিলো কার্ড আর গোলের খেলার। ১১ মিনিটেই গোমেজের গোলে লিড নেয় প্যারাগুয়ে। তবে ১০ মিনিট পর এই গোমেজের আত্মঘাতী গোলে ম্যাচে ফিরে আসে পেরু। ৪০ মিনিটে লাপাদুলার গোলে ম্যাচে প্রথম লিড নেয় তারা। তবে প্রথমার্ধের শেষ দিকে গোমেজ ২য় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় প্যারাগুয়ে। এই সুযোগটি অবশ্য কাজে লাগাতে পারেনি পেরু। ৫৪ মিনিটে আলোনসোর গোলে ম্যাচে সমতা আনে প্যারাগুয়ে। ৮০ মিনিটে উতুনের গোলে ম্যাচে ২য় বারের মত লিড নেয় পেরু। তবে ৮৫ মিনিটে কারিল্লো ২য় হলুদ কার্ড দেখলে প্যারাগুয়ের সমান ১০ জনে পরিণত হয় পেরুও। যার সুযোগ নিয়ে আভালোসের গোলে ম্যাচের শেষ মিনিটে আবার ম্যাচে ফেরে তারা। কোপায় এবার অতিরিক্ত সময় না থাকায় সরাসরি ম্যাচ গড়ায় টাইব্রেকে। প্রথম ৫ শটের পরও নির্ধারিত হয়নি ম্যাচের ভাগ্য। সাডেন ডেথে প্যারাগুয়ের এস্পিনোলা গোল করতে ব্যর্থ হলেও পেরুর ট্রাউকো দলকে নিয়ে যান সেমিফাইনালে।

এ বিভাগের অন্যান্য সংবাদ