Sobujbangla.com | শ্রীলঙ্কা সফরে আজ নতুন মিশনে নামছে বাংলাদেশ।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

শ্রীলঙ্কা সফরে আজ নতুন মিশনে নামছে বাংলাদেশ।

  |  ০৬:৫৭, মার্চ ২৫, ২০১৭

নেই।শ্রীলঙ্কা সফরে আজ নতুন মিশনে নামছে বাংলাদেশ। এবার শুরু ওয়ানডের লড়াই। ২০১৯ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে, র‍্যাঙ্কিংয়ের উপরের দিকে থাকার চ্যালেঞ্জ মাশরাফিদের।

নিজেদের প্রিয় ফরম্যাট হলেও, সতর্ক বাংলাদেশ। সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টায়, খেলার প্রতিশ্রুতি অধিনায়ক মাশরাফির। ডাম্বুলার রানগিরি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিকাল তিনটায় শুরু হবে ম্যাচটি। শ্রীলঙ্কা থেকে আরো জানাচ্ছেন রিয়াসাদ আজিম।

পাহাড় আর সবুএজর মাএঝ দাইড়েয় যাম্বুলার রনিগির এস্টিডয়াম। সমুদ্র এনই ডাম্বুলায় এনই গল আর কলম্বোর তীব্র গরমও। কন্ডিশনটা আসলেই একটু ভিন্ন, টিম বাংলাদেশের জন্য। তবে মাশরাফিদের কন্ডিশন গরম-ঠান্ডা এসব নিয়ে ভাবার সময় কোথায়? টেস্ট সিরিজে কলম্বোর ঐতিহাসিক জয়, সফরকারি দলে সঞ্জার করেছে নতুন প্রাণের। আর তাই সিরিজের প্রথম ওয়ানডে হিসাবটা একেবারে পরিস্কার, জয় চাই বাংলাদেশের।

পি সারা ওভালের ট্র্যাজেডিতে বিপর্যস্ত স্বাগতিক শিবির। গণমাধ্যম থেকে সাবেক ক্রিকেটার সবাই ব্যস্ত হিসাব মেলাতে কোথায় গলদ? সেই হিসাবটাই সহজ করে দিতে, ঘুরে দাড়ানোর ঘোষনা লঙ্কান অধিনায়কের তেব বাংলাদেশকে নিয়ে যে যথেস্ট সাবধানী স্বাগতিরা তাতে ভুল নেই।

১৭ জনের স্কোয়াড নিয়ে আছে যেমন আলোচনা-সমালোচনা, তেমনি আছে কৌতুহল। শেষ মুহুর্তে মেহেদী মিরাজের অন্তর্বূক্তি আলোচনার পালে হাওয়া দিয়েছে। সেই যাই হোক সফরকারি ম্যানেজমেন্ট সেরা একাদশ সাজাতে চায়। মুখোমুখি ৩৮ দেখায় মাত্র চার জয় এলেও, সাম্প্রতিক বাংলাদেশ অন্যরকম। র‍্যাঙ্কিংয়ে দুদলের ছয় আর সাত নম্বর অবস্থান যার জানান দিচ্ছে।

দিবা রাত্রীর ওয়ানডেতে একাদশ, র‍্যাঙ্কিং ছাপিয়ে টসটাও যে গুরুত্বপূর্ণ হবে তাতে সন্দেহ

এ বিভাগের অন্যান্য সংবাদ