লকডাউন মানাতে হার্ডলাইনে সরকার।
লকডাউন মানাতে এবার হার্ডলাইনে সরকার। রাজপথে নেমেছে সেনাবাহিনী ও বিজিবি। নগরীর বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে ছিল, ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের চেকপোস্ট। প্রথম দিন অযথা ঘর থেকে বের হওয়ায়, আটক করা হয়েছে ৪৯৭ জনকে। আর গ্রেপ্তার করা হয়েছে ২৫৮ জনকে।
লকডাউনের প্রথম দিনে ঢাকার রাজপথের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলাবাহিনীর কঠোর নজরদারি। বন্ধ দোকানপাট, মানুষের চলাচল নেই বললেই চলে। পুলিশের পাশিপাশি মাঠে র্যাব, বিজিবি ও সেনাবাহিনী।
পূর্ব ঘোষণা অনুযায়ী এই সময়ে জরুরি পরিষেবার সাথে জড়িতরা ছাড়া কেউ বের হতে পারবেন না রাস্তায়। নিষেধাজ্ঞার আওতার বাইরে ব্যাংক ও শিল্প প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট সবাই পরিচয়পত্র দেখিয়েই পার পাচ্ছেন প্রতিটি চেকপোস্ট।
কোথাও কোথাও নিষেধাজ্ঞা অমান্যকারীদের আটক করেছে আইনশৃঙ্খলাবাহিনী।