সিলেটে কঠোর অবস্থানে পুলিশ।
করোনার বিস্তার রোধে আজ ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত জারি করা বিধিনিষেধ কঠোরভাবে ভাবে পালন করবে সিলেট মহানগর পুলিশ। শহরের ভিতরে বাইরে ৮টি পয়েন্টে ট্রাফিক, থানা ও লাইন পুলিশ এক হয়ে ডিউটি করবে। এছাড়া সেনাবাহিনী ও বিজিবিকে আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করবে বলে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
এদিকে করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারের জারি করা বিধিনিষেধ কঠোরভাবে প্রতিপালনে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে ভার্চুয়ালি সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইন-চার্জসহ সব ইউনিট প্রধানদের এ নির্দেশ দেন তিনি।
সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা যায়, সোমবার থেকে শুরু হওয়া সীমিত আকারে লকডাউনের প্রথম দিনেই নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৫টি গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের ও ৪১টি বিভিন্ন ধরনের গাড়ি জব্দ করেছে এসএমপি। বিধি ভঙ্গ করে সড়কে চলাচলের কারণে তাদের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। তাদের এই অভিযান সীমিত লকডাউন চলাকালীন অব্যাহত ছিল। এছাড়া ১ জুলাই থেকে শুরু হওয়া কঠোর লকডাউনে সাধারণ জনগণকে অহেতুক ঘর থেকে না হওয়া ও যানবাহন বের না করার আহবান জানায় সিলেট মহানগর পুলিশ।
এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ তাহের বলেন, গত চারদিন যাবত সীমিত আকারে লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করেছে মহানগর পুলিশ। শহরের ভিতরে বাইরে ৮টি পয়েন্টে শুধু ট্রাফিক পুলিশ নন থানা, লাইন পুলিশ সবাই কম্বাইন্ড ডিউটি করেছেন। কঠোর লকডাউনেও একইভাবে কাজ করবেন তারা। কারণ সরকারী নিয়মকানুন অনুযায়ী কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের। তাই পুলিশের পক্ষ থেকে কঠোর লকডাউন বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না। জরুরী সেবা ছাড়া সব ধরনের যানবাহন বন্ধ রাখতে হবে। এছাড়া সেনাবাহিনী ও বিজিবিকে আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করবে।
সরকারি বিধি নিষেধ মেনে চলার জন্য সবাইকে আহবান জানিয়ে বি এম আশরাফ উল্যাহ তাহের বলেন, সাধারণ জনগণকে আহবান করছি তারা যেন অহেতুক ঘর থেকে বের না হন। একান্তই যদি জরুরী প্রয়োজনে বের হন তাহলে যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন। আমরা কেউই আইনের ঊর্ধ্বে না, তাই এই করোনাকালে সবার ভালর জন্য আইন ও বিধিনিষেধ মেনে চলার আহবান জানাচ্ছি।