অস্ট্রেলিয়াকে বাংলাওয়াশ করলো টাইগাররা।
সম্ভাবনাময় সব ক্রিকেটারকে জাতীয় দলের পাইপলাইনে রাখতে এইচপি দল বানিয়েছে বিসিবি। সেই দল অস্ট্রেলিয়ায় খেলতে যেয়ে নর্দান টেরিটরি ক্রিকেট ক্লাবকে ধবলধোলাই করেছে। ৫-০ তে সিরিজ হেরে অজি দলটি বাংলাদেশের ‘কোয়ালিটি’ বুঝতে পেরেছে।
শেষ ম্যাচে অজি দল ১৫০ রানে হেরে তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘কোয়ালিটিফুল বাংলাদেশ একাডেমির আরেকটি বড় জয়।’ এইচপি এদিন আগে ব্যাট করে ২৬৯ রান তোলে। বিজয় ৫৩ রান করার পর ইরফান শুক্কুর এবং তাসামুল হক সমান ৪৬ করে সাজঘরে ফেরেন।
জবাব দিতে নেমে টেরিটরি ৩১ ওভারের ভেতর ১১৮ রানে গুটিয়ে যায়। এইচপির হয়ে সাইফউদ্দিন এবং আবুল হাসান রাজু ৩টি করে উইকেট নেন। আবু জায়েদ রাহী নেন দুটি।
দুই দল এরপর বৃহস্পতিবার থেকে তিনদিনের একটি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচে এনটি দলের দেয়া ১৯০ রানের লক্ষ্য ৩ বল ও এক উইকেট হাতে রেখে টপকায় এইচপি দল।
অলরাউন্ডার তানবীর হায়দারের অপরাজিত ৫১ রানের ইনিংসে সেদিন নাটকীয় জয় পায় সফরকারীরা। পরের দুই ম্যাচে শান্ত এবং সাইফউদ্দিনের সেঞ্চুরিতে জয় পায় এইচপি। চতুর্থ ম্যাচে লিটন দাসের অপরাজিত ৭২ রানে ভর করে সহজ জয় পায় বিসিবির দলটি।