Sobujbangla.com | তৃতীয় বার আজাদ কাপ ফুটসালের বর্ণাঢ্য উদ্বোধন
News Head

তৃতীয় বার আজাদ কাপ ফুটসালের বর্ণাঢ্য উদ্বোধন

  |  ২০:১০, জানুয়ারি ০৩, ২০২০

সিলেট নগরীর টিলাগড় পয়েন্ট সংলগ্ন ছোট্ট মাঠ। সেই ছোট্ট মাঠ ঘিরে বিশাল আয়োজন। বসেছে ফুটবলের মিনি ভার্সন ফুটসালের আসর। সিলেট সিটি করপোরেশনের চারবারের কাউন্সিলর তৃতীয়বারের মতো আয়োজন করেছেন ফুটসাল টুর্নামেন্টের। শুক্রবার রাতে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয়েছে বাংলাদেশে আউটডোরের সবচেয়ে বড় এই ফুটসাল আসরের। আকাশে আতশবাজী আর নিচে হাজার হাজার দর্শকের হর্ষধ্বনী টিলাগড়ের শুক্রবারের রাতকে দিয়েছিল অন্যমাত্রা। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি। কিন্তু রাষ্ট্রীয় দায়িত্ব থাকায় তিনি সিলেট আসতে পারেননি। রাত ৮টায় টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন সিলেট ও সুনামগঞ্জের সংরক্ষিত নারী সাংসদ শামীমা শাহরীয়ার। প্রধান অতিথির বক্তৃতায় তিনি প্রশংসা করেন কাউন্সিলর আজাদুর রহমানের আজাদের ক্রীড়ানুরাগের। দেশের যুব সমাজকে সৃজনশীল কাজে মনযোগী করতে এরকম টুর্নামেন্ট আয়োজনের গুরুত্ব তুলে ধরেন তিনি। টুর্নামেন্টের প্রবর্তক কাউন্সিলর আজাদুর রহমান আজাদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও শিল্পপতি আতাউল্লাহ সাকের, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সিটি কাউন্সিলর শওকত আমিন তৌহিদ। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব এ কে এম ফজলুর রহমান অধ্যাপক লাহিন উদ্দিনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ছমর উদ্দিন মানিক, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির খান, মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল, সিলেট

এ বিভাগের অন্যান্য সংবাদ