পাকিস্তান সফর অনিশ্চিত, যেতে চান না ক্রিকেটাররা: পাপন
বাংলাদেশ ক্রিকেট দলের কিছু ক্রিকেটার এবং বিদেশি স্টাফ পাকিস্তান সফরে যেতে অনীহা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ কারণে নির্দিষ্ট সময়ে সফর না হওয়ার সম্ভাবনাই বেশি। সেই সাথে তিনি জানিয়েছেন, সফরের জন্য সরকারের পক্ষ থেকে এখনো তারা অনুমোদন পাননি।
বৃহস্পতিবার নাজমুল হাসান পাপন এসব কথা বলেন।
তিনি বলেন, ‘কোচিং স্টাফের অনেকে আগেই জানিয়েছে তারা পাকিস্তানের যেতে চায় না। এছাড়া কয়েকজন ক্রিকেটারও যেতে চাচ্ছে না; গেলেও লম্বা সময়ের জন্য যেতে চায় না। আমরা এর কারণ খুঁজে বের করার চেষ্টা করেছিলাম। যার ফলে দেখা গেছে খেলোয়াড়দের অনেকের পরিবার এবং আত্মীয়-স্বজন চায় না, তারা পাকিস্তানের দীর্ঘ সময় থাকুক।’
তিনি আরও বলেন, ‘শিডিউল অনুযায়ী আমাদের যাওয়ার কথা। আমরা তাদের জানিয়েছি আপাতত টি-টোয়েন্টি সিরিজটি সেখানে খেলব। এই সিরিজটি আমাদের পরবর্তী সময়ে হয়তো সেখানে লম্বা সফরের বিষয়ে ভাবতে সহযোগিতা করবে। এখন দুটি বিষয় বিবেচ্য। একটি হলো- ক্রিকেটার এবং কোচিং স্টাফ। সফরের জন্য ভালো ক্রিকেটার পেলে আমরা যাবো। আরেকটি হলো সরকারের তরফ থেকে নিরাপত্তা ছাড়পত্র।
উল্লেখ্য, গত কিছুদিন ধরেই বাংলাদেশে ক্রিকেটাঙ্গনে আলোচনায় টাইগারদের পাকিস্তান সফর। এই সফরে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু নিরাপত্তাজনিত কারণে বিসিবি পাকিস্তানে গিয়ে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায়।
আর টেস্ট সিরিজ পাকিস্তানের বাইরে কোথাও আয়োজনের জন্য পিসিবিকে অনুরোধ জানিয়েছিল বিসিবি। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাতে রাজি হয়নি। সব সিরিজই তারা পাকিস্তানের মাটিতে আয়োজন করতে চায়। এমন অবস্থায় খুব জটিল একটি পরিস্থিতিতে পড়েছে বিসিবি।
২০০৯ সালে পাকিস্তানে শ্রীলঙ্কার ক্রিকেটারদের টিম বাসে সন্ত্রাসী হামলা হওয়ার পর সেখানে বেশ কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। তারপর বিভিন্নভাবে পাকিস্তান তাদের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া। এজন্য তারা জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে নিয়ে পাকিস্তানের মাটিতে সিরিজ আয়োজন করেছে। তারপরও পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সব দেশ সন্তুষ্ট নয়।