নারীর প্রতি সহিংসতা রোধে পুরুষের মানসিকতার পরিবর্তন দরকার’
প্রকাশিত হয়েছে | ১৯:১০, ডিসেম্বর ১৩, ২০১৯
নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে বিবেক সমৃদ্ধ সমাজ তৈরির আহবান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। দুপুরে সমকাল সভাকক্ষে গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।
গোলটেবিল বৈঠকে নির্যাতনের পেছনে দায়ী কারণগুলো চিহ্নিত করে তা সমাধানের উপর গুরুত্ব দেন বক্তারা। বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে দরকার পুরুষের মানসিকতার পরিবর্তন। সাম্প্রতিক সময়ে শিশু নির্যাতনের চিত্র তুলে ধরে তা প্রতিকারে পদক্ষেপ নেয়ার কথাও জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ