নেপাল পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ
নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীর আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে নেপাল পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। বিমান বাংলাদেশের একটি ভিভিআইপি ফ্লাইটে কাঠমান্ডু পৌঁছালে ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি আব্দুল হামিদকে স্বাগত জানান রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী।
বিমানবন্দরেই রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে সকালে রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, কূটনীতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজি।
সফরে রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম, ছেলে রেজওয়ান আহমদ তৌফিক, হুইপ আতিউর রহমান আতিক, এবিএম ফজলে করিম চৌধুরী, পররাষ্ট্রসচিব মো: শহিদুল হকসহ রাষ্ট্রপতির দপ্তরের কর্মকর্তারা সফরসঙ্গী হিসেবে রয়েছেন।