Sobujbangla.com | শুভ জন্মদিন হুমায়ূন আহমেদ
News Head

শুভ জন্মদিন হুমায়ূন আহমেদ

  |  ১৬:১৪, নভেম্বর ১৩, ২০১৯

বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭১তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর তৎকালীন ময়মনসিংহ জেলার নেত্রকোনা মহাকুমার মোহনগঞ্জে মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন এই কথাসাহিত্যিক। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, গীতিকার, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক ছিলেন। হুমায়ূন আহমেদ লেখালেখি ছাড়াও শিক্ষকতা করেছেন। যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি লাভ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন অধ্যাপনা করেন। পরে লেখালেখিতে ব্যস্ত হয়ে পড়ায় একসময় শিক্ষকতা পেশা ছেড়ে দেন। জনপ্রিয় এই কথাসাহিত্যিকের প্রকাশিত বইয়ের সংখ্যা তিন শতাধিক। হুমায়ূন সৃষ্ট ‘হিমু, মিসির আলি, শুভ্র ও বাকের ভাই’ চরিত্রগুলো পাঠকদের আজও গভীরভাবে উদ্বেলিত করে। তার রচিত উপন্যাসগুলোর মধ্যে অন্যতম হলো‘নন্দিত নরকে’মধ্যাহ্ন’জোছনা ও জননীর গল্প’মাতাল হাওয়া’ ইত্যাদি। হুমায়ূন আহমেদের নির্মিত অন্যতম চলচ্চিত্র হলো‘দুই দুয়ারী’শ্রাবণ মেঘের দিন‘ঘেঁটুপুত্র কমলা’ ইত্যাদি। সাহিত্য ও সংস্কৃতিতে অনন্য অবদানের জন্য হুমায়ূন আহমেদ বাংলা একাডেম পুরস্কার,একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ