Sobujbangla.com | শেরে বাংলা ক্রিকেট একাডেমিতে অনুশীলনে গা গরম করলেন ক্রিকেটাররা, আসেননি সাকিব, যোগ দিয়েও নামেননি তামিম
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

শেরে বাংলা ক্রিকেট একাডেমিতে অনুশীলনে গা গরম করলেন ক্রিকেটাররা, আসেননি সাকিব, যোগ দিয়েও নামেননি তামিম

  |  ১৫:৩৮, অক্টোবর ২৫, ২০১৯

শেরে বাংলা ক্রিকেট একাডেমিতে অনুশীলনে গা গরম করলেন ক্রিকেটাররা।
ভারতের বিপক্ষে সিরিজকে সামনে রেখে মিরপুরে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ১৩ দফা দাবিতে ডাকা ধর্মঘটের বিষয়টি কর্তাব্যক্তিদের সঙ্গে আলাপের মাধ্যমে সুরাহা হয়ে যাওয়ায় মাঠে ফিরেছেন ক্রিকেটাররা। আন্দোলন-পরবর্তী ক্রিকেট-কার্যক্রমের প্রথম দিন ছিল শুক্রবার (২৫ অক্টোবর)। এদিন শেরে বাংলা ক্রিকেট একাডেমিতে অনুশীলনে গা গরম করলেন ক্রিকেটাররা।
তবে অনুশীলন ক্যাম্পের প্রথম দিনে যোগ দেননি টাইগারদের টেস্ট এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। আর ক্যাম্পে যোগ দিলেও কোনো ধরনের অনুশীলন করেননি ওপেনার তামিম ইকবাল। ক্যাম্পে যোগ দিয়েছেন আরেক বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস।
জানা গেছে, পারিবারিক কারণে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তামিম নাও খেলতে পারেন। তাছাড়া তার ইনজুরি সমস্যাও রয়েছে। সেজন্যই ক্যাম্পে এলেও অনুশীলন করেননি তিনি। তার বদলি হিসেবে ভারতে যাবেন ইমরুল। এজন্যই প্রস্তুত রাখা হয়েছে ইমরুলকে। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
এদিকে, অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন টাইগারদের নতুন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি। সকালে ঢাকায় পৌঁছে বিশ্রাম নিয়েই অনুশীলনে যোগ দেন এ কিউই লিজেন্ড।
এছাড়া ছুটি কাটিয়ে অনুশীলনে যোগ দেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি এবং পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট।

এ বিভাগের অন্যান্য সংবাদ