শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত
সাফ অনূর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশিপের মঙ্গলবার শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত। প্রতিপক্ষকে বেশ সমীহ করলেও, ফুটবলাররা মাঠে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে সাফের শিরোপা পুনরুদ্ধার করা সম্ভব। এমনটাই মনে করেন বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
২০১৭ সালের ডিসেম্বরে কমলাপুর স্টেডিয়ামে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব ১৫ সাফের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলার কিশোরীরা। প্রথমবারের মতো আয়োজিত দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক নারী ফুটবলের সেই মুকুট জয়ের বাঁধভাঙ্গা উল্লাসটা বেশ অনুপ্রাণিত করে শামসুন্নাহার-রোজিনাদের। যদিও ২০১৮ সালে ভুটানে সেই ভারতের কাছে হেরেই শিরোপা হাতছাড়া হয় লাল-সবুজ জার্সিদারীদের। সেই আক্ষেপ ভুলে এবার সাফের ট্রফি পুনরুদ্ধার করতে বদ্ধ পরিকর গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
এবারের আসরে অংশ নেয়া দলটা নতুন। কিন্তু এই দল নিয়েই সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুরুটা হয় দুর্দান্ত। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করে বাংলার জয়ীতারা। পরের ম্যাচে নেপালের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়ে ফাইনালের মঞ্চে পা রাখে বাংলাদেশ।
অন্যদিকে,নেপাল ও ভুটানকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। যদিও এবারের আসরের নিয়মরক্ষার ম্যাচে ভারতের সঙ্গে ১-১ গোল ড্র করে লাল-সবুজরা।
রাউন্ড রবিন লিগ ভিত্তিক এ টুর্নামেন্টে দুটি করে জয় আর এক ড্রয়ে বাংলাদেশ ও ভারতের সমান ৭ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে ভারতের কিশোরীরা। যেখানে দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ভারতীয়দের ১৪ গোলের বিপরীতে বাংলাদেশের গোল ৪টি। তাইতো আক্রমণাত্মক ভারতকে রুখতে ফাইনালে সতর্ক শামসুন্নাহার বাহিনী।
এই ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে কিশোরীরা।প্রতিপক্ষকে বেশ সমীহ করছে বাংলাদেশ। তারপরও ফুটবলাররা মাঠে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে সাফের শিরোপা পুনরুদ্ধার করা সম্ভব। এমনটাই মনে করেন কোচ গোলাম রব্বানী ছোটন।
২০১৭ সালের মতো এবারও নিজেদের সেরাটা খেলে দেশের জন্য সাফল্য বয়ে আনবে বাংলার কিশোরীরা এমনটাই প্রত্যাশা সবার।