Sobujbangla.com | ভারতের বিপক্ষে তরুণদের সুযোগ দিতে চান এই সাবেক অধিনায়ক।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

ভারতের বিপক্ষে তরুণদের সুযোগ দিতে চান এই সাবেক অধিনায়ক।

  |  ১৯:৫৯, অক্টোবর ১১, ২০১৯

ভারত সফরের টেস্ট দল নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা না করার কথা জানালেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। তবে, টি-টোয়েন্টি সিরিজে তরুণদের সুযোগ দেয়ার পক্ষপাতি তিনি। ভারতীয় পিচ এবং বোলারদের বিবেচনায় রেখে জাতীয় লিগের সব উইকেটে ঘাস রাখা হয়েছে বলে জানালেন এই সাবেক অধিনায়ক।
চলছে জাতীয় লিগ। দেশের চার ভেন্যুতে ৮টি দলে ভাগ হয়ে মাঠ মাতাচ্ছেন দেশের প্রথিতযশা ক্রিকেটকাররা। ভারত সফর সামনে থাকায় বাধ্যতামূলকভাবে প্রতিটি দলে আছেন জাতীয় দলের নিয়মিত মুখগুলো। ব্যাটে বলে এখন পর্যন্ত তাদের পারফরম্যান্সটাও খুব একটা খারাপ নয়।
এ সব আয়োজন আসছে মাসে জাতীয় দলের ভারত সফরকে কেন্দ্র করে। তাই পিচ এবং খেলার মান নিয়ে গতানুতিক যে প্রশ্ন থেকে যায় বাংলাদেশে, এবার তা থেকে কতটা উৎরালো বিসিবি।
বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন, আমি যতটুকু জানি উইকেটে অনেক ঘাস রয়েছে। ফতুল্লার মাঠেও ঘাস রাখা হয়েছে। সবখানেই ঘাস রাখা হয়েছে। এটা ভারত সিরিজের কথা মাথায় রেখেই করা হয়েছে।
জাতীয় লিগের পারফরম্যান্সের ওপর ভর করেই নির্ধারিত হবে ভারত সফরের জন্য টেস্ট স্কোয়াড। সেখানে তামিমের অন্তর্ভুক্তি অনেকটাই নিশ্চিত। তবে, বাকি জায়গাগুলোতে খুব বেশি পরীক্ষা না করে অভিজ্ঞদের মূল্যায়ণের পক্ষে সাবেক এ অধিনায়ক।
এ প্রসঙ্গে সুজন বলেন, আমরা চেস্টা করবো বেস্ট দল বের করে আনার। তামিম আসবে দলে। টি-টোয়েন্টিতে তরুণদের সুযোগ দেয়া উচিত।

এ বিভাগের অন্যান্য সংবাদ