Sobujbangla.com | সাফ অনুর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু বাংলার কিশোরীদের
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

সাফ অনুর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু বাংলার কিশোরীদের

  |  ১৯:৪৬, অক্টোবর ০৯, ২০১৯

দুর্দান্ত জয়ে সাফ মিশন শুরু করলো বাংলার কিশোরীরা। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে তারা হারিয়েছে ২-০ গোলে। দলের হয়ে গোল করেন শাহেদা আক্তার রিপা ও রোজিনা আক্তার।
সাফে বয়সভিত্তিক পর্যায়ে বাংলার কিশোরিদের সাফল্যটা বরাবরই চোখে পড়ার মতো। এবারও যেনো তার ব্যতিক্রম হয়নি। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে হারিয়ে সাফের মুকুট ফিরে পাওয়ার মিশনটা বেশ ভালোভাবেই শুরু করলো গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণশিবির ব্যস্ত রাখে সামসুন্নাহার-রেহানা-রোজিনারা। তাই ২২ মিনিটে এগিয়ে যায় লাল-সবুজ জার্সিধারীরা। ডি বক্সের বাইরে থেকে চোখ ধাঁধানো শটে ভুটানের গোলকিপারকে রীতিমত বোকা বানান শাহেদা আক্তার।
পিছিয়ে পড়ে স্বাগতিকরাও বেশকটি আক্রমণ শানায়। যদিও ফরোয়ার্ডদের ব্যর্থতায় সমতায় ফিরতে পারেনি ভুটান। উল্টো ম্যাচের ৩১ মিনিটে রোজিনার প্লেসিং শটে আবারো লিড নেয় লাল-সবুজ জার্সিধারীরা। ২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
এরপর দ্বিতীয়ার্ধেও বল নিজেদের দখলে রাখে গোলাম রব্বানী ছোটনের দল। যেখানে ৫৭ মিনিটে রোজিনার শট ভুটানের গোলকিপার ফেরালে ব্যবধানটা আর বাড়েনি। শেষ পর্যন্ত আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলার কিশোরীরা।
আগামী শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ