জিম্বাবুয়েকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে ফাইনালে বাংলাদেশ
জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। সঙ্গী আফগানিস্তান। স্বাগতিকদের দেয়া ১৭৬ রানের লক্ষ্যে ১৩৬ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। দলকে উড়ন্ত সূচনা এনে দেন লিটন দাস ও অভিষিক্ত নাজমুল হোসেন শান্ত। ৪৯ রানের জুটি ভাঙ্গে নাজমুল ১১ রানে ফিরলে। লিটন দাস ও সাকিব আল হাসানও বেশিক্ষণ টিকতে পারেননি।
লিটন ৩৮ আর সাকিব ফেরেন ১০ রানে। এরপর মুশফিক-মাহমুদুল্লাহ গড়েন ৭৮ রানের জুটি। মুশফিক ৩২ রানে ফিরলেও অর্ধশতক তুলে নেন মাহমুদুল্লাহ, ফেরেন ৪১ বলে ৬২ রান কোরে।
জবাবে কখনই ম্যাচে ছিলনা জিম্বাবুয়ে। একপর্যায়ে ৪৪ রানে ৬ উইকেট হারায় দলটি। শেষ দিকে মুতুমবামির ৩২ বলে ৫৪ রানে ভর কোরে সম্মানজনক স্কোর গড়ে দলটি। শফিউল ৩ আর অভিষিক্ত আমিনুল ইসলাম ও মোস্তাফিজ নেন ২টি কোরে উইকেট।