হাইভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি নেদারল্যান্ড-জার্মানি
জয়ের ধারা ধরে রাখার মিশনে হাইভোল্টেজ ম্যাচে নেদারল্যান্ডকে আতিথ্য দিবে জার্মানি। অন্যদিকে, ইউরোতে টিকে থাকতে জয়ের বিকল্প নেই ডাচদের। হামবুর্গে দু’দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১টায়। একই সময় আরেক ম্যাচে বেলজিয়ামের প্রতিপক্ষ সান মারিনো। অন্য ম্যাচে স্লোভেনিয়ার আতিথ্য নেবে ক্রোয়েশিয়া।
ইউরোপের দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই। ফুটবল বিশ্ব অপেক্ষায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি এবং নেদারল্যান্ডের মধ্যকার দ্বৈরথ উপভোগে গেলো বিশ্বকাপটা অনেকটা একই রকম কেটেছে দু’দলের। জার্মানরা মূল মঞ্চে সুযোগ পেলেও বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকে অন্যদিকে মূল আসরের জন্য যোগ্যতাই অর্জন করতে পারেনি ডাচরা।
গেলো মার্চের পর আবারো মুখোমুখি হচ্ছে দু’দল। এবার অবশ্য জার্মানির মাঠে খেলতে আসছে ডাচরা। ফুটবল বিশ্বের অন্যতম দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই বসবে হামবুর্গে। ঘরের মাঠে ম্যাচ হলেও জোয়াকিম লো কিছুটা চিন্তায় থাকার কথা। কারণ সবশেষ দেখায় গোল পাওয়া লিরয় সানেকে এ ম্যাচে পাচ্ছেনা জার্মানরা। ইনজুরি ছিটকে দিয়েছে ড্রেক্সলার, গোরেটজকাকে।
রেয়োস, ওয়ের্নের, ক্রুস, কিমিচদের নিয়ে দল সাজাতে পারেন জোয়াকিম। আগের দেখায় ডাচ মাঠ থেকে জয় নিয়ে ফেরা জার্মানরা এ ম্যাচে নিশ্চয়ই জয়ের বিকল্প ভাবার কথা নয়।
জার্মানির মতো ইনজুরি সমস্যা নেই নেদারল্যান্ড শিবিরে। বরং উয়েফা প্লেয়ার অফ দ্য ইয়ার হওয়া ভার্জিল ভেন ডাইক নিশ্চয়ই আত্মবিশ্বাস বাড়াবে দলকে। তার সাথে রক্ষণ সামলানোর দায়িত্ব থাকবে ম্যাটিম ডি লিট।
বার্সা তারকা ফ্রেঙ্কি ডি জং লিভারপুল তারকা জর্জেনিয়ো উইনেলডুর সাথে আক্রমণ ভাগের দেখা যেতে পারে মেফিস ডিপেকে দেখা যাবে আক্রমণ ভাগে। আগের ম্যাচে জয়হীন ডাচরা এ ম্যাচে জয় নিয়ে ফিরতে চাইবে।
ইউরো বাছাইয়ের আরেক ম্যাচে সান মারিনোর আতিথ্য নিবে গেলো বিশ্বকাপে চমক দেখানো বেলজিয়াম। ডার্ক হর্স হয়ে বিশ্ব মঞ্চে আসলেও সেরাদের চমক দিয়ে জায়গা করে নিয়ে ছিল বিশ্বকাপের সেমিফাইনালে। এবার ইউরো সেরার বাছাইয়ে অনেকটা সহজ প্রতিপক্ষ পাচ্ছে রেড ডেভিলরা।
মাঠে নামার আগে বেশ কিছু ইনজুরি সমস্যায় ভুগছে রবার্তো মার্টিনেজের দল। এ ম্যাচে ইডেন এবং থরগা হ্যার্জড দুই ভাই কে দলে পাচ্ছেনা কোচ। তবে পাইপলাইনের ফুটবলারদের উপর ভরসা রাখছেন মার্টিনেজ।
আক্রমণ ভাগে দুই অপ্রতিরোধ্য কেভিন ডি ব্রুইনা এবং রুমেলু লুকাকুকে নিয়ে ছক আকতে পারেন বড় জয়ের। তাছাড়া ওরিগি, বেনিতোরা রয়েছেন ছন্দে। দেখার পালা সান মারিনোর বিপক্ষে কতটা সহজ জয় নিয়ে ফিরতে পারে বেলজিয়াম।