পরিকল্পনা যতই হোক না কেন ম্যাচ জেতাই মূল উদ্দেশ্য: সাকিব
প্রথমবারের মতো টেস্টে মুখোমুখি হবার অপেক্ষায় দুদল। একমাত্র টেস্টের আগে চট্গ্রামে স্পিন যুদ্ধের আবহ। আরো এক ম্যাচে এক পেসার নিয়ে খেলতে দেখা যেতে পারে বাংলাদেশকে।
দুই অধিনায়কই একমত ব্যাটিং, ম্যাচে পার্থক্য গড়ে দেবে। বিভিন্ন দলের সাম্প্রতিক ব্যর্থতায় এই ম্যাচে জয় গুরুত্বপূর্ণ সাকিব আল হাসানের কাছে।
আফগানিস্তানের বিপক্ষে জেতার প্রত্যয় নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান জানালেন, পরিকল্পনা যেভাবেই করা হোক না কেন ম্যাচ জেতাই মূল উদ্দেশ্য। স্পিনারদের প্রশংসা করে সাকিব বলেন, তারা অবশ্যই নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করবেন। ব্যাটসম্যানদের উপরও আত্ববিশ্বাস রয়েছে বলে জানালেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এদিকে, আফগান অধিনায়ক রশিদ খান বলেন, বোলাররা যদি সঠিক সময়ে সঠিক বলটা করতে পারে তবে অবশ্যই মাঠে ভাল কিছু ঘটতে পারে। ভাল খেলার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বাংলাদেশের বিপক্ষে জয়ের সম্ভাবনা অনেকখানি-এমনটাই মনে করছেন আফগান কান্ডারী।
বৃহস্পতিবার সকাল দশটায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ।