Sobujbangla.com | শুধু বৃষ্টি নয়, হার থেকে বাঁচতে মাশরাফির কৌশল
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

শুধু বৃষ্টি নয়, হার থেকে বাঁচতে মাশরাফির কৌশল

  |  ১০:৩৫, জুন ০৬, ২০১৭

শুধু বৃষ্টি নয়, মাশরাফির বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বও নিশ্চিত হার থেকে বাঁচাতে সাহায্য করেছে। আকাশের অবস্থা দেখছিলেন। আর বৃষ্টির প্রার্থনা করছিলেন। কিন্তু তার আগে ২০ ওভার হয়ে গেলেই যে বিপদ। তখন বৃষ্টি আইনে ম্যাচে জিতে নেবে অস্ট্রেলিয়া। টুর্নামেন্ট থেকে বাদ পড়তে হবে বাংলাদেশকে।

এই অবস্থায় দারুণ এক কৌশলের আশ্রয় নেন মাশরাফি। সময় ক্ষেপণ করতে থাকেন কৌশলে। আর মাশরাফির এ কৌশল দারুণ কাজেও দিয়েছিল।

দ্রুত যাতে ২০ ওভার হয়ে না যায় তার জন্য টানা পেসারদের দিয়ে বল করান মাশরাফি। মাশরাফি এক ওভার করতে সময় নিয়েছেন আট মিনিট। এক ওভারে ছয় মিনিট লাগিয়েছেন রুবেল।

১৬ ওভারের মধ্যে ১৫ ওভারই পেসার ব্যবহার করেছিলেন তিনি। যাতে সময় বেশি লাগে। আর বোলারদের এমনভাবে বল করতে বলেছিলেন যাতে ব্যাটসম্যানদের দৌড়ে রান নিতে হয়। যাতে সময় বেশি লাগে। মাশরাফির এই কৌশল সফলও হয়েছিল। ২০ ওভার বল করতে সাধারণ যে সময় লাগে তার চেয়ে অনেক বেশি লাগিয়েছিলেন। মাশরাফির চাওয়া মতো ২০ ওভারের আগেই বৃষ্টি শুরু হয়। ম্যাচ শেষে বাংলাদেশি সাংবাদিকদের কাছে এটা স্বীকারও করেছেন আধিনায়ক।

মাশরাফি বলেন,‘ আসলে এটা এখানে বলা ঠিক নয়। আমরা তো ম্যাচের পেছনে চলেই গেছি। একটা উপায় ছিল ২০ ওভারের আগে যতটুকু সময় কাটিয়ে নেওয়া যায়। খেলাটাকে লম্বা করা যায়। এটা ভেবে মিরাজকে এক ওভারে এনেও তুলে নিয়েছি। বোলারদের এমনভাবে বল করতে বলেছি, যাতে লং অফ বা লং অনে বল যায় এবং দৌড়ে রান নিতে হয়। এবং সেটাই হয়েছিল।’

মাশরাফিদের এই সময় ক্ষেপণ বুঝে ফেলেছিলেন অজিরা। এজন্য মাঠে অস্থির হয়ে উঠেছিলেন ওয়ার্নার ও স্মিথ। কিন্তু মাশরাফি ছিলেন তার কৌশলে অটল।

সোমবার মাশরাফির চাওয়া মতো শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ। আর তাতে মহাক্ষতি হয়েছে অস্ট্রেলিয়ার। লাভ হয়েছে বাংলাদেশের। এই ম্যাচ হারলে টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে যেত টাইগাররা। ম্যাচটা নিশ্চিত হারার পথেই ছিল বাংলাদেশ।

বাংলাদেশের ১৮২ রানের জবাবে ১৬ ওভারে এক উইকেটে ৮৩ রান তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া। কিন্তু এরপরই বৃষ্টি শুরু হয় বৃষ্টি। ম্যাচ পুনরায় শুরু হতে পারেনি। অল্পের জন্য এ ম্যাচে হার থেকে বেঁচে যায় বাংলাদেশ। আর চার ওভার খেলা হলেই ডার্ক লুইস মেথডে জিতে যেত অস্ট্রেলিয়া। মানে ২০ ওভার খেলা হলে পুরো দুই পয়েন্ট জমা পড়তো অস্ট্রেলিয়া দলে।

এ বিভাগের অন্যান্য সংবাদ