আগামী বিশ্বকাপের জন্য দলকে ঢেলে সাজানোর তাগিদ মাশরাফীর
আগামী বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলকে ঢেলে সাজানোর তাগিদ দিচ্ছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। আরও প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনার পরামর্শ দিচ্ছেন ম্যাশ। এদিকে টাইগারদের দায়িত্বে বিদেশীদের চেয়ে দেশী কোচ থাকলেই বেশী ভালো হবে বলে মনে করছেন অন্তর্বর্তী কোচ খালেদ মাহমুদ
ভিশন ২০২৩। ব্যর্থ এক বিশ্বকাপের পর এখন পরবর্তী আসর নিয়ে পরিকল্পনা করছে বাংলাদেশ। যে পরিকল্পনার বড় অংশ জুড়ে দীর্ঘমেয়াদী কোচিং স্টাফ ও নতুন প্রতিভাবান ক্রিকেটার।
দেশি কোচের ওপর বরাবরই অনাস্থা ক্রিকেট বোর্ডের। তবে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ জানালেন ভিন্ন কথা। বিদেশি কোচরা বেশিরভাগ সময় ছুটিতে থাকেন, সিরিজের আগে দল নিয়ে কাজ করেন। এতে ক্রিকেটাররা সার্বক্ষণিক সুবিধা ভোগ করতে পারেননা।
মাশরাফী নিজেকে বাদ দিয়ে বাকি সব অভিজ্ঞ ক্রিকেটারকে পরের বিশ্বকাপের যোগ্য মনে করেন। তবে আগামী এক-দুই বছরের মধ্যেই আরো প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করার তাগিদ দিলেন মাশরাফী।
নতুনদের সুযোগ দেয়ার ক্ষেত্রেও নিজেদেরই দুষলেন খালেদ মাহমুদ। এক দুই সিরিজের পরই বাদ দিয়ে দিলে ক্রিকেটাররা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে বলেও জানালেন বিসিবি পরিচালক।
কাউন্টি ক্রিকেটকে খুব কাছ থেকে দেখে এসেছেন খালেদ মাহমুদ। ভবিষ্যতে দেশের ক্রিকেটের স্বার্থে অবকাঠামোগতভাবে সেই রূপ দিতে চায় বিসিবি।