চ্যাম্পিয়নস ট্রফিতে আজ রোহিত-ধাওয়ান জুটির রেকর্ড
প্রকাশিত হয়েছে | ১৩:৩১, জুন ০৪, ২০১৭
চ্যাম্পিয়নস ট্রফিতে আজ পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ভারতকে ভালো সূচনা এনে দিয়েছেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। পাশাপাশি এই জুটির হয়েছে একটি রেকর্ড।
এজবাস্টনে ২৪.৩ ওভারে ১৩৬ রানের উদ্বোধনী জুটি গড়েন রোহিত-ধাওয়ান। চ্যাম্পিয়নস ট্রফিতে এই নিয়ে তাদের শতরানের জুটি হলো তিনটি। যেটি যেকোনো জুটির সবচেয়ে বেশি।
দুটি করে শতরানের জুটি আছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও শিবনারায়ণ চন্দরপল এবং দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবস ও গ্রায়েম স্মিথের।
রেকর্ড জুটি গড়ার পথে ৬৫ বলে ৬ চার ও এক ছক্কায় ৬৮ রান করেছেন ধাওয়ান। ২০১৬ সালের অক্টোবরের পর ওয়ানডে খেলতে নামা রোহিতের সামনে সেঞ্চুরির হাতছানি (৭০*)।
এ বিভাগের অন্যান্য সংবাদ