Sobujbangla.com | বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় লর্ডস
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় লর্ডস

  |  ১৯:৩৯, জুলাই ১৩, ২০১৯

হবে নতুন চ্যাম্পিয়ন কে জিতবে আগামী চার বছরের বিশ্বশ্রেষ্ঠত্ব উত্তর মিলবে কাল লর্ডসের ফাইনালে। এখানেই হবে বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা নির্ধারণী ম্যাচ। মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
বিকাল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচ। লিগ পর্বে অবশ্য দুই দলের একপেশে ম্যাচে জিতেছিলো ইংলিশরা।
বিদায়ের রাগিনি বিশ্বকাপে। ঐতিহের লর্ডস তৈরি বিশ্ব ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন বরণে।
ভারসাম্যপূর্ণ ইংল্যান্ড নাকি বিস্ময়জাগানিয়া নিউজিল্যান্ড? যার হাতেই উঠুক ট্রফি বিশ্ব ক্রিকেটে সূচিত হবে নতুন অধ্যায়। ২৭ বছর আগে ফাইনালে উঠেও জিততে না পারার আক্ষেপ ভোলার মিশনে ঘরের মাঠ বড় প্রেরণা ইংলিশদের। বিপরীতে ব্ল্যাকক্যাপদের চার বছর আগে ফাইনাল হার এখনো সতেজ স্মৃতি।
৯৬-এ শ্রীলঙ্কার পর ২৩ বছর নতুন চ্যাম্পিয়ন পায়নি বিশ্ব ক্রিকেট। ইংলিশ সামার। আলতো রোদে শেষ অনুশীলনটা সেরে নিলেন দুদলের ক্রিকেটাররা। বড় ম্যাচে পার্থক্য গড়ে দেয় মানাসিক শক্তি। প্রত্যাশার চাপ ইংলিশদের ওপর সবদিক থেকে বেশি। যদিও ইংলিশ অধিনায়ক তা স্বীকার করলেন না। মরগ্যানের মতোই শেষ ম্যাচ শুধুই জিততে চান কেন উইলিয়ামসন।
মরগান বলেন, আমরা ইতিহাস থেকে এক জয় দূরে। সে জন্য দলের সবাই সবটা উজার করে দেবে। বাইরের বিষয় মাথায় নিচ্ছিনা। সত্যি কথা হলো বাইরের বিষয় নিয়ে ভেবে বিশ্বকাপ জেতা যায়না।
কেন উইলিয়ামসন বলেন, আমরা একটা লক্ষ্য নিয়ে এখানে এসেছি। সে লক্ষ্য পূরণের খুব কাছে। অনেক কঠিন ম্যাচ হবে, তবে সে চ্যালেঞ্জ জেতা অবশ্যই সম্ভব। আমরা ইতিহাসের খুব কাছে আরো একবার।
সবশেষ দুই আসরে শিরোপা ঘরে তুলেছে স্বাগতিকরা। পরিসংখ্যান ইংলিশদের অনুপ্রাণিত করতেই পারে।
তবে পরিসংখ্যান নিউজিল্যান্ডের পক্ষে। বিশ্বকাপে যেমন ৫-৪ এ এগিয়ে ব্ল্যাকক্যাপরা। তেমনি ওয়ানডেতে ৪৩-৪১ এ পিছিয়ে ইংলিশরা। বোলিংয়ে ভয়ঙ্কর জোফরা আর্চার, মার্ক উড। ব্যাট হাতে রুট, বেয়ারস্টো করেছেন এক হাজার ৪৫ রান।
মরগ্যান বলেন, ঘরের মাঠে ফাইনাল খেলা অনেক স্পেশাল, আর ফাইনাল জেতা তার চেয়ে বেশি। এই ট্রফির জন্য আমাদের অপেক্ষাটা দীর্ঘ সময়ের। দলের সব ডিপার্টমেন্ট নিয়ে আমি খুশি। শেষটায় চাই ক্রিকেটাররে আরো একবার তাদের সামর্থ তুলে ধরুক।
আসরের বড় দুই স্কোর ইংলিশদের। মজার ব্যাপার চলতি আসরে কখনোই ৩০০ পেরুতে পারেনি নিউজিল্যান্ড। ফার্গুসন-বোল্টরা বল হাতে সফল। তবে, পুরো দলের ব্যাটিংটা একাই টানছেন অধিনায়ক কেন উইলিয়ামসন।
কেন উইলিয়ামসন বলেন, এই দলটার সাথে থাকা অনেক গর্বের। আমি যেমন চেষ্টা করেছি,অন্যরাও তাই। অনেকে চেষ্টা করে পারেনি, তবে ফাইনাল তো এখনো বাকি।
অসাধারণ সেমিফাইনাল জিতে আসা একাদশে আস্থা রাখতে পারে দুই ল্যান্ড।

এ বিভাগের অন্যান্য সংবাদ