নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরেই ভারতের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল।
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪০ রানের লক্ষে ব্যাট করছে ভারত। ১০ ওভারে ২৪ রান করতেই ৪ উইকেট হারিয়েছে তারা।
নিজেদের ইনিংসের শুরুতেই বিরাট ধাক্কা খায় ভারত। এই বিশ্বকাপে পাঁচ সেঞ্চুরির রেকর্ড গড়া রোহিত শর্মার উইকেট পড়ে দ্বিতীয় ওভারেই।
রোহিত শর্মাকে হারানোর ধাক্কা কাটিয়ে না উঠতেই আরও দুটি আঘাতে বিপর্যস্ত হয়ে পড়ে ভারতের ব্যাটিং লাইন। মাত্র ১০ বল ও এক রানের ব্যবধানে প্রথম তিন উইকেট হারিয়েছে তারা।
ট্রেন্ট বোল্ট তার দ্বিতীয় ওভারে বিরাট কোহলিকে এলবিডাব্লিউ করেন, রিভিউ নিয়েও বাঁচতে পারেন নি ভারতের অধিনায়ক। মাত্র ১ রানে বিদায় নেন তিনি।
পরের ওভারে হেনরি তার দ্বিতীয় উইকেট তুলে নেন লোকেশ রাহুলকে ফিরিয়ে। ১ রানে তিনি ল্যাথামের হাতে ক্যাচ তুলে দেন।
দশম ওভারের শেষ বলে উইকেটের পতন ঘটে দীনেশ কার্তিকের।