চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে নামছে বিজেএমসি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৫ তম রাউন্ডে মঙ্গলবার চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে লড়বে টিম বিজেএমসি। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। এদিকে,ময়মনসিংহে একদিন পিছিয়ে বুধবার অনুষ্ঠিত হবে সাইফ স্পোর্টিং ও আরামবাগ ক্রীড়া সংঘের মধ্যকার ম্যাচ।পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নামতে চায় এ দু’দল।
বিপিএল ফুটবলে এবারের আসরে হার জিতের দোলাচলে সময়টা পার করছে সাইফ স্পোর্টিং ক্লাব। যদিও দ্বিতীয় পর্বে এসে রহমতগঞ্জ ও টিম বিজেএমসির বিপক্ষে জয় পেয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে জোহনির শিষ্যরা। এ পর্যন্ত ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে সাইফ।
এবার তাদের প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘ। এই ম্যাচকে সামনে রেখে ময়মনসিংহে ঘাম ঝরিয়েছে আল আমিন জাফর ইকবাল-জামাল ভূঁইয়ারা। দলের সব বিভাগের ওপর সমান গুরুত্ব দিয়েছে সাইফের কোচ।
সাইফ স্পোর্টিং ক্লাবের কোচ জোহনি ম্যাকেনস্ট্রি বলেন, দেখুন, এই ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ হিসেবে আরামবাগকে সমীহ করছি। আর ফুটবলাররা মাঠে সেরাটা দিয়েই পূর্ণ তিন পয়েন্টের জন্য মাঠে নামবে।
অন্যদিকে, সমান ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আরামবাগ ক্রীড়া সংঘ। তবে নিজেদের সবশেষ ম্যাচে মোহামেডানের কাছে হেরে ব্যাকফুটে মারুফুল হকের শিষ্যরা। দলে কোনো ইনজুরির বাঁধা নেই, তবে কার্ড সমস্যার কারণে খেলতে পারবেন না মিডফিল্ডার জাহিদ হোসেন। তারপরও ভুল শুধরে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে চায় আরামবাগ।
মঙ্গলবার নোয়াখালীতে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে লড়বে টিম বিজেএমসি। আসরের দ্বিতীয় পর্বে এসে সময়টা তেমন একটা ভাল যাচ্ছে না চট্টগ্রাম আবাহনীর। দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়ে আশার আলো জাগায় চট্টলার আকাশী-নীলরা। তবে পরের ম্যাচেই রহমতগঞ্জের কাছে হারের তেঁতো স্বাদ পায় জুলফিকারের শিষ্যরা। ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করছে চট্টলার ক্লাবটি। দলে কোনো ইনজুরি নেই। তাই এ ম্যাচে দলগত পারফরম্যান্সের ওপর পূর্ণ আস্থা রাখছে টিম ম্যানেজম্যান্ট।
বিপিএলের এবারের আসরে টেবিলের তলানিতে থাকায় রেলিগেশনের পথে টিম বিজেএমসি। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ৪। তারপরও চট্টগ্রাম আবাহনীকে সমীহ করেই লড়াই করার প্রত্যয় টিম বিজেএমসির।