পুলিশের ওপর জঙ্গি হামলার শঙ্কায় দেশজুড়ে সতর্কাবস্থা: আইজিপি
পুলিশের ওপর জঙ্গি হামলার শঙ্কায় দেশজুড়ে সতর্কাবস্থায় রয়েছে, বাহিনীটি। হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও বুদ্ধ পূর্ণিমা ঘিরে নেয়া হয়েছে প্রয়োজনীয় সব নিরাপত্তা। সকালে পুলিশ সদরদপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে মতবিনিময়ে এ সব কথা বলেন পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী।
বিশ্বের কোনো দেশই এখন জঙ্গি বা সন্ত্রাসবাদের হুমকির উর্ধে নয়; তার সবশেষ মর্মান্তিক উদাহরণ শ্রীলঙ্কা। সাম্প্রতিক সে হামলায় আড়াইশোর বেশি মানুষ নিহত হন আহত হন অসংখ্য।
ইসলামিক স্টেট বা আইএস শ্রীলংকার হামলার দায় স্বীকারের পাশপাশি হুমকি দেয় উপমহাদেশ মানে ভারত বাংলাদেশে হামলা চালানোর।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন-ক্র্যাবের নতুন কমিটির সাথে পুলিশ প্রধানের মতবিনিময় সভায় উঠে আসে সমকালীন নানা বিষয়।
যে জেলাগুলোতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা বেশি, আসছে বুদ্ধ পুর্ণিমা ঘিরে সেখানে বিশেষ নজরদারির কথাও জানান আইজিপি।
দেশীয় জঙ্গিরা নিয়ন্ত্রণে, কিন্তু আন্তর্জাতিক কোনো উসকানিতে তারা যেন আবার নাশকতা করতে না পারে সেই ব্যাপারে সতর্ক দৃষ্টির কথা জানান পুলিশ প্রধান।