আড়াই মাসের বিশ্বকাপ মিশনে ঢাকা ছাড়লো বাংলাদেশ দল
আড়াই মাসের বিশ্বকাপ মিশনে ঢাকা ছাড়লো বাংলাদেশ দল। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ক্রিকেটাররা। অধিনায়ক মাশরাফীর অনুরোধ ভুল-ত্রুটি ক্ষমা করে দেয়ার। প্রথমে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ দল।
পুরো দল ভেতরে ঢুকেছে। সবার শেষে বিমানবন্দরে এলেন অধিনায়ক। যাচ্ছেন নিজের চতুর্থ বিশ্বকাপ মিশনে। সম্ভাব্য শেষ বৈশ্বিক টুর্নামেন্টে। নিরাবেগ প্রতিক্রিয়ায় গলা যেন একটু হলেও ধরে আসে।
মিনহাজুল আবেদিন ৯৯ এর বিশ্বকাপ হিরো। এবার যাচ্ছেন আয়ারল্যান্ড সিরিজের ম্যানেজার হিসেবে।
নিজের দেশে বিশ্বকাপের আনন্দ কিছুটা তো আছেই স্টিভ রোডসের। তবে চেহারায় কঠিন মিশনের খানিকটা উদ্বেগ নয়।
আর গ্রেটেস্ট কোর্টনি ওয়ালশ। খেলোয়াড়ী জীবনের চেয়েও কঠিন পরীক্ষা দিতে যাচ্ছেন মোস্তাফিজ রুবেলদের নিয়ে।
এভাবে বিশ্বকাপের মঞ্চে যাওয়ার অভিজ্ঞতা নতুন নয় মুশফিক তামিমের। এনিয়ে চতুর্থ আসরে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন দুজন।
যদিও বিশ্বকাপের সফলতায় এগিয়ে মাহমুদুল্লাহ, বাংলাদেশের দুই সেঞ্চুরির দুটোই তাঁর। দুই ভায়রার মিল, দুজনোই বিমানবন্দরে এসেছিলেন নতুন কেনা ল্যান্ডক্রুইজারে করে।
সাব্বির, সৌম্য, রুবেলদের প্রত্যাশাগুলো ছোট। কিন্তু সেগুলো একসূত্রে গাঁথতে পারলে সাফল্যের পথে এগুবে বাংলাদেশ।
রাহী, সাইফুদ্দিন, মিরাজ, মোস্তাফিজ, সৈকতদের প্রথম বিশ্বকাপ। আর লম্বা ক্যারিয়ারে এই প্রথম বিশ্বকাপের রোমাঞ্চ পেতে যাচ্ছেন মোহাম্মদ মিঠুনেরও।
জার্সি উন্মোচনের দিন এক ফ্রেমে যেমন সাকিব আল হাসান ছিলেন না। দলের বিদায়বেলাতেও নেই দেশের সেরা ক্রিকেটার। আয়ারল্যান্ডে যাবেন রাতে।