Sobujbangla.com | সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান

  |  ২০:০৬, এপ্রিল ২৭, ২০১৯

সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত দেশ গড়তে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ফুটবলের ফাইনাল আর অ্যাথলেটিক্সের দুটি ইভেন্ট দিয়ে আজ শেষ হয় বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবলের ফাইনাল ম্যাচে ফারইস্ট বিশ্ববিদ্যালয়কে ট্রাইবেকারে হারিয়ে বিজয়ী হয় গণ বিশ্ববিদ্যালয়। এ টুর্নামেন্টে মোট ১০টি ইভেন্টে এবার ৬৫টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছিল।
সেরাদের স্বীকৃতি তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা ও শরীর চর্চায় শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে। তাই আগামীতে সব পর্যায়েই এ ধরনের অনুষ্ঠান আয়োজনের প্রতিশ্রুতি দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলায় আরো বেশি উৎকর্ষ সাধন হোক সেটাই আমি চাই। এর জন্য যা যা করণীয় আমাদের সরকারের পক্ষ থেকে করব।
পরিবারের প্রায় সবাই খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন জানিয়ে শেখ হাসিনা ক্রীড়া ক্ষেত্রে তাঁর সরকারের নেওয়া উদ্যোগ তুলে ধরেন। আহ্বান জানান তরুণ সমাজকে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক এগুলো সমাজের ক্ষত। এই জঙ্গিবাদ ও সন্ত্রাসের কারণে কত নিরীহ মানুষ জীবন দিচ্ছে। এর থেকে আমাদের দেশকে এবং সমাজকে মুক্ত রাখতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ করে এই জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে ও মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ