Sobujbangla.com | ঢাবিতে চলছে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’ রাউন্ড
News Head

ঢাবিতে চলছে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’ রাউন্ড

  |  ১৯:৫৩, এপ্রিল ২৭, ২০১৯

উদ্ভাবনী ভাবনা ও উদ্যোক্তার খোঁজে আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্প ও ইয়াং বাংলা’র ব্যবস্থাপনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’। দু’দিনের কর্মসূচি থেকে বাছাই করা হবে তিনটি সেরা উদ্যোক্তা দল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথমদিন শনিবার (২৭ এপ্রিল) সকালে, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিশেষ কর্মশালা। যেখানে অংশ নেন স্টার্টআপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শিক্ষার্থীরা। এসময় তাদের প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনাকরেন স্টুডেন্ট টু স্টার্টআপের সহকারী সমন্বয়ক আরিফুল ইসলাম, পাবলিক রিলেশন অফিসার এস এম আমানূর রহমান।
রোববার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত হবে পিচিং রাউন্ড। যেখানে যেখানে বাছাই করা হবে তিনটি দল। যারা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আসা দলগুলোর সঙ্গে অংশ নেবে জাতীয় ক্যাম্পে। দু’দিনের কর্মসূচি আয়োজনে সহায়তা করছেন ইয়াং বাংলার দু’দিনের কর্মসূচি আয়োজনে সহায়তা করছেন ইয়াং বাংলার ঢাবি ক্যাম্পাস অ্যাম্বাসেডর তমা রশিদ ও সাগীর আহমেদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ