আয়ারল্যান্ড সিরিজই বিশ্বকাপের মূল প্রস্তুতি : স্টিভ রোডস
আয়ারল্যান্ড সিরিজটাই যেহেতু বিশ্বকাপের মূল প্রস্তুতি, তাই প্রতিপক্ষ বিবেচনায় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সেখানে পরিবর্তন করে খেলানো হবে। চতুর্থ দিনের ক্যাম্প শেষে এমন মন্তব্য করেছেন কোচ স্টিভ রোডস। এদিকে, ইংল্যান্ডের কন্ডিশন চ্যালেঞ্জিং হলেও নিজের অভিজ্ঞতা এখানে কাজে লাগাতে চান টাইগার বস।
বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়েছে ১৫ ক্রিকেটারের। এর বাইরে আয়ারল্যান্ড ট্যুরে যাচ্ছেন আরো দুই জন। বোর্ড সভাপতি ইঙ্গিত দিয়ে রেখেছেন এই সিরিজে পারফরমেন্স পরিবর্তন ঘটাবে মুল স্কোয়াডের। এবার একই সুর টাইগার বসের কণ্ঠেও।
বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস বলেন, বিশ্বকাপে আমরা কেমন করবো তার একটা নমুনা পাওয়া যাবে আয়ারল্যান্ড সিরিজে। তাই এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আমি সব খেলোয়াড়দের পরীক্ষা করে দেখতে চাই। কে কোন ম্যাচে খেলবে তা নির্ধারণ করবো প্রতিপক্ষ দেখে। তাছাড়া ইনজুরির বিষয়টাও আমাদের মাথায় রাখতে হচ্ছে।
বিশ্বকাপে যাওয়ার আগে টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তা ছিলো ক্রিকেটারদের অফ ফর্ম নিয়ে। তবে সম্প্রতি শেষ হওয়া ডিপিএল তাদের ফেলেছে মধুর সমস্যায়। ছন্দে ফিরেছেন সৌম্য। বাকিরাও দিয়েছেন আস্থার প্রতিদান। কিন্তু ওপেনিংয়ে তামিমের সঙ্গে ডানহাতি কাউকে চান স্টিভ রোডস।
স্টিভ রোডস আরো বলেন, অনেক দিন ধরেই ওপেনিংটা আমাদের ভালো হচ্ছে না। তামিমের সঙ্গে কে খেলবে এটা নিয়ে সংশয় আছে অনেকের মাঝেই। তবে আমি চাই কম্বিনেশনটা হোক লেফ্ট-রাইট। তাই বলবো ওপেনিংয়ে আমার পছন্দ লিটন-তামিম। সৌম্যকে নিয়েও পরিকল্পনা আছে আমার।
ইনজুরিটা বেশ কিছু দিন ধরেই ছায়া হয়ে আছে টাইগার ক্রিকেটে। বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডেও অনেকেই ফিট নন পুরোপুরি। যেটা কোচের কপালে চিন্তার ভাজ বাড়ালেও এই ইংলিশ স্বস্তি পাচ্ছেন সিনিয়রদের ফিটনেস নিয়ে।
কোচ বলেন, এটা স্বস্তির। মাশরাফি, তামিম, মাহমুদুল্লাহকে আমি পুরোপুরি ফিট পাচ্ছি। মুশফিকও সেরে উঠেছে অনেকটা। আর সাকিব অনুশীলনের মধ্যেই রয়েছে। যদিও ও খুব একটা ম্যাচ পাচ্ছে না হায়দরাবাদের হয়ে। আমার মতে ও আরো বেশি ম্যাচ ডিসার্ভ করে। আশা করছি বিশ্বকাপে সাকিব এর জবাব দেবে।
বাংলাদেশের দায়িত্ব নেয়ার আগে স্টিভ কাজ করেছেন ইংলিশ কাউন্টি দলের হয়ে। সেই হিসেবে সেখানকার কন্ডিশন একেবারেই তার নখদর্পনে। যেটা আসছে বিশ্বকাপে টাইগারদের বাড়তি সুবিধা যোগাবে বলেই মনে করেন তিনি।