জিতলেও খুশি নয় বাংলাদেশ
ফরোয়ার্ডদের গোল মিসের কারণে ম্যাচের ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন কোচ গোলাম রব্বানী ছোটন। বিষয়টি নিয়ে কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচের আগে আরো কাজ করা হবে বলেও জানান তিনি।
অন্যদিকে হারলেও সংযুক্ত আরব আমিরাত আগের চেয়ে উন্নতি করেছে বলে মনে করেন দলটির কোচ হুরায়রা আল তাহেরি।
আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ এই ম্যাচে জিতবে এটাই তো স্বাভাকিব। চেনা প্রতিপক্ষ। তার ওপর আছে দলটিকে হারানোর রেকর্ড। সবই ঠিক। কিন্তু ম্যাচ শেষে স্কোর লাইন নিয়েই যত আপত্তি।
পুরো ম্যাচে ৭২ শতাংশ বল দখলে রেখেছিলো মৌসুমী-কৃষ্ণারা। অন টার্গেটে শট তারা নিয়েছে ত্রিশ টিরও ওপরে। তারপরও কেনো মাত্র দুই গোলের ব্যবধানে জিতবে বাংলাদেশ? এমন প্রশ্নে ফরোয়ার্ডদের ব্যর্থতাকেই দায়ী করেছেন কোচ গোলাম রব্বানী ছোটন।
বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ফিনিশিংয়ে স্বপ্নার আরো সুযোগ ছিল। সে মনোযোগি হলে হ্যাট্রিক পেত। এখানে তার আরো মনোযোগ বাড়াতে হবে। প্রথম ম্যাচ জেতা দরকার ছিল, জিতেছে। এখন সামনের দিকে তাকাতে হবে।