ক্রীড়াঙ্গনে জমকালো আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হবে
জমকালো আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হবে দেশের ক্রীড়াঙ্গনে। জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ভিন্ন ভিন্ন ভাবে প্রতিটি ফেডারেশনই আয়োজন করবে নানা অনুষ্ঠানের। তবে দিবসটিকে সামনে রেখে ঢাকায় আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির আগমনের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এদিকে, টুর্নামেন্টের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথাও ভাবছে ক্রিকেট বোর্ড। জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
ক্রীড়াঙ্গনের সব কর্তাব্যক্তিরা এক ছাদের নিচে। ফেডারেশন কর্তাদের সঙ্গে আছেন ক্রীড়া প্রতিমন্ত্রী, আছেন জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারাও। মূল আলোচ্য বিষয়, বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী পালন।
একটি স্বাধীন সূর্য যিনি এনে দিয়েছিলেন, সেই বঙ্গবন্ধুর একশোতম জন্মদিবস আগামী বছর। দিনটিকে ঘিরে এরই মধ্যে নানা পরিকল্পনা করছে ক্রীড়াব্যক্তিত্বরাও। ক্রীড়াঙ্গনেও জমকালো আয়োজনে দিবসটি পালন করার কথা ভাবছেন সবাই।
ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, প্রত্যেকটি ফেডারেশন জাঁকজমকপূর্ণ পরিবেশে পুরো বছর বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করব। সেক্ষেত্রে আমরা সবার আগে গুরুত্ব দিয়েছি, প্রত্যেকটি প্রান্তে যেন এই খেলাগুলো ছড়িয়ে যায়।
এদিকে, বিশেষ দিনটিতে ঢাকায় আবারো আনা হতে পারে আর্জেন্টাইন কিংবদন্তী লিওনেল মেসিকে। এমন গুঞ্জন ফুটবল অঙ্গনে ভাসছে বেশ কিছুদিন ধরে। তবে বাফুফে বস উড়িয়ে দিলেন এমন গুঞ্জন।
এদিকে দিনটিকে ঘিরে টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথাও ভাবছে দেশের ক্রিকেট বোর্ড।
নাজমুল ইসলাম পাপন বলেন, বিসিবির পক্ষ থেকে যা যা করণীয় আমরা করব। আসল উদ্দেশ্যটাই হচ্ছে সারা বছর ধরে আমরা বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীকে উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করব।