টাইগার স্কোয়াডের ১৫তম ব্যক্তি নিয়ে যত জল্পনা
আসন্ন বিশ্বকাপে টাইগারদের স্কোয়াডে ১৪ জন মোটামুটি চূড়ান্ত। ১৫ নম্বর ব্যক্তি হিসেবে সুযোগ পাবেন একজন মিডল অর্ডার ব্যাটসম্যান। সেই ক্ষেত্রে লড়াইটা হবে ইয়াসির রাব্বি আর মোসাদ্দেক হোসেন সৈকতের মাঝে। এমন মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে, বিশ্বকাপের জন্য ক্যাম্প শুরু হওয়া মাত্রই সাকিব আল হাসানকে আইপিএল থেকে ফিরিয়ে আনা হবে বলেও জানান বোর্ড প্রধান।
একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে আছে বিশ্বকাপের জন্য টাইগার স্কোয়াডের পঞ্চদশতম স্থানটি। শেষ ব্যাক্তি হিসেবে কে ধরবেন ইংল্যান্ডের ফ্লাইট তা নিয়ে চলছে শেষ মুহূর্তের বিশ্লেষণ। নির্বাচকদের কাজটা আরো কঠিন হয়ে উঠেছে সম্ভাবনাময়দের সাম্প্রতিক পারফরমেন্সে। তারপরও মোটামুটি একটা সিদ্ধান্তে চলেই এসেছে ক্রিকেট বোর্ড।
টাইগার স্কোয়াডে ১৫তম ব্যাক্তি হিসেবে কোন ওপেনারের যে জায়গা নেই এটা নিশ্চিত। তাই ভালো পারফর্ম করেও বিবেচনায় সেই বিজয়, অমি কিংবা ইমরুল। বোলিংয়ে মাশরাফি, মোস্তাফিজ, রুবেল, মিরাজে জায়গা হচ্ছেনা তাসকিনের। অল রাউন্ডার হিসেবে সাইফুদ্দিন নির্বাচকদের অটোমেটিক চয়েজ। তাই সম্ভাবনা কেবল লোয়ার মিডল অর্ডার পজিশনে।
এদিকে, সতীর্থরা যখন ডিপিএল কিংবা ঐচ্ছিক অনুশীলনে বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করছেন তখন আইপিএলে ম্যাচের বাইরে আছেন সাকিব আল হাসান। বিষয়টি আমলে নিয়েছে ক্রিকেট বোর্ড। তাই ক্যাম্প শুরু হওয়া মাত্রই তিনি ফিরে আসছেন বাংলাদেশে।
ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ১৮ এপ্রিল চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। আর টাইগারদের প্রস্তুতিটা শুরু হয়ে যাবে ২২ এপ্রিল থেকে।