Sobujbangla.com | ইউরো ২০২০ বাছাইপর্বে মাঠে নামছে ক্রোয়েশিয়া-নেদারল্যান্ডস- বেলজিয়ামে-রাশিয়া
News Head

ইউরো ২০২০ বাছাইপর্বে মাঠে নামছে ক্রোয়েশিয়া-নেদারল্যান্ডস- বেলজিয়ামে-রাশিয়া

  |  ২০:০১, মার্চ ২১, ২০১৯

ইউরো ২০২০’ এর বাছাইপর্বের প্রথম দিনই মাঠে নামছে আসরের হট ফেভারিট ক্রোয়েশিয়া। তাদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল আজারবাইজান। এছাড়াও চূড়ান্ত পর্বের দৌড়ে এক ধাপ এগিয়ে যেতে বেলারুশের বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস। আর বিগ ম্যাচে বেলজিয়ামের প্রতিপক্ষ রাশিয়া। সবগুলো ম্যাচই শুরু হবে শুক্রবার (২২ মার্চ) রাত পৌনে দুইটায়।
মহাদেশীয় আসর হলেও প্রতিদ্বন্দ্বিতায় অনেক সময় বিশ্বকাপকেও ছাপিয়ে যায় ইউরো চ্যাম্পিয়নশিপ। বছর চারেকের বিরতি শেষে আবারো প্রস্তুত হচ্ছে সেই মঞ্চ। ৫৫ দলের বাছাই পর্বের গণ্ডি পেরিয়ে কারা উঠবে চূড়ান্ত পর্বে। তারই হিসেব-নিকেষটা শুরু হয়ে যাচ্ছে আজ রাতেই।
গেল বিশ্বকাপ জন্ম দিয়েছে নতুন এক ক্রোয়েশিয়ার। খুব কাছে গিয়েও রুপকথা লিখতে পারেনি ক্রোয়াটরা। সেই আক্ষেপ ঘোচানোর মঞ্চ হতে পারে তাদের জন্য এবারের ইউরো। তার জন্য মদ্রিচদের প্রস্তুতিটাও হয়েছে বেশ। বাছাইয়ে তাদের প্রথম প্রতিপক্ষ আজারবাইজান। যাদের বিপক্ষে যোজন-যোজন এগিয়ে দালিচ শিষ্যরা।
তবে সহজ ম্যাচ হলেও ক্রোয়াটদের ভাবতে হচ্ছে গুরুত্বপূর্ণ ফুটবলারদের ইনজুরি নিয়ে। চোট থাকায় গোলকিপার লোভার কলিনিচের সার্ভিস পাবে না তারা। এছাড়াও ডিফেন্স লাইনে অনুপস্থিত থাকতে পারেন প্রথম সারির অনেকেই। তারপরও শুরুটা জয় দিয়ে করতে প্রত্যয়ী বিশ্বকাপের রানার্স আপরা।
ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ বলেন, ভালো শুরু করাটা খুবই গুরুত্বপূর্ন। কারণ পরের ম্যাচটা আমাদের হাঙ্গেরির বিপক্ষে। ওরা কঠিন পরীক্ষা নেবে। তবে আত্মবিশ্বাস আমরা এই ম্যাচ থেকেই যোগাড় করতে চাই। দলের প্রতি আমার পূর্ন ভরসা আছে।
এদিকে দিনের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে রাশিয়া ও বেলজিয়াম। নিজ দেশে বিশ্বকাপ আয়োজন করে সর্বোচ্চ সফলতা পেয়েছে রাশানরা। কম যায়নি বেলজিয়ামও। লুকাকু, হ্যাজার্ডদের নিয়ে গড়া ‘দলটিকে বলা হচ্ছিল সোনালী প্রজন্মের। যদিও শেষটা রঙ্গিন করে তুলতে পারেনি কেউই। তবে সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ইউরোতে ভালো করতে মুখিয়ে উভয়েই।
বেলজিয়ামের কোচ রবার্তো মার্তিনেজ বলেন, অবশ্যই আমরা অন্যতম কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে চলেছি। তাই ম্যাচটা নিয়ে আমরা খুবই সতর্ক। আমার বিশ্বাস ছেলেরো সামর্থের সবটুকু দিয়ে জয় তুলে নিতে সচেষ্ট থাকবে।
রাশিয়ার কোচ স্তানিসলাভ শেরচেশভ বলেন, আমরা প্রথম ম্যাচ খেলতে যাচ্ছি র‌্যাঙ্কিয়ের এক নম্বর দলের বিপক্ষে। তাও আবার ওদেরই মাঠে। তবে আমাদের পরিকল্পনা আছে কিভাবে পয়েন্ট বের করে আনতে হবে। সে অনুযায়ী আমরা অনুশীলনও করেছি।
এছাড়াও ইউরো বাছাইয়ের প্রথম দিনই বেলারুশের বিপক্ষে লড়বে নেদারল্যান্ডস। রোনাল্ড কো’ম্যানের অধীনে দুর্দান্ত খেলা ডাচরা বদ্ধ পরিকর জয় দিয়ে আসর শুরু করতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ