Sobujbangla.com | আগের ম্যাচে জয় বঞ্চিত হলেও এ ম্যাচ দিয়ে জয়ে ফিরতে চায় দোলেশ্বর।
News Head

আগের ম্যাচে জয় বঞ্চিত হলেও এ ম্যাচ দিয়ে জয়ে ফিরতে চায় দোলেশ্বর।

  |  ১৯:৩৭, মার্চ ১৯, ২০১৯

ডিপিএলে বিগ ম্যাচে মুখোমুখি হবে গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। আগের ম্যাচে জয় বঞ্চিত হলেও এ ম্যাচ দিয়ে জয়ে ফিরতে চায় দোলেশ্বর। সকাল সাড়ে ৯টায় মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। আরেক ম্যাচে জয়ে ফিরতে মরিয়া ব্রাদার্স ইউনিয়ন। উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আত্মবিশ্বাসী, আগের ম্যাচে শতক হাকানো ব্রাদার্সের ইয়াসির রাব্বি। একই সময় ম্যাচটি শুরু হবে বিকেএসপি’তে।
টেবিলের সাত নম্বরে অবস্থান, তবে অনুশীলনের এই চিত্রটা বলে দিচ্ছে বেশ নির্ভারই রয়েছে দল। আগের ম্যাচে হারলেও টেবিল টপার আবাহনীকে ভুগিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। তাই উত্তরা স্পোর্টিংয়ের বিপক্ষে মাঠে নামার আগে চাপহীন থাকতে চাচ্ছেন রাব্বি জুনায়েদ সিদ্দিকীরা।
নবাগত উত্তরার অবস্থান যদিও টেবিলের ১০ নম্বরে তবে সমান ১ ম্যাচ জয় রয়েছে তাদেরও। তাই মাঠের লড়াইটা যে হাড্ডাহাড্ডি হবে তা অনুমেয়ই। ব্রাদার্স শিবিরে রয়েছে ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত মুখ। অভিজ্ঞ জুনায়েদ, মিজানুর, ফজলে মাহমুদের পাশাপাশি নজর কেড়েছে তরুণ ইয়াসির রাব্বি। আগের ম্যাচেই আবাহনীর বিপক্ষে সেঞ্চুরি হাকিয়েছেন।
তবে দিনের সব আকর্ষণ মিরপুরে। হোম অব ক্রিকেটের লড়বে মোহাম্মদ সালাউদ্দিনের গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং প্রাইম দোলেশ্বর। পয়েন্ট টেবিলেও চলছে দু’দলের তুমুল প্রতিযোগিতা। সমান ২ জয়ে টেবিলের ৫ নম্বরে দোলেশ্বর আর ৬ষ্ঠ স্থানে আছে গাজী গ্রুপ।
এখন পর্যন্ত দু’দলের মুখোমুখি দেখায় জয়ের পাল্লা ভারী প্রাইম দোলেশ্বরের। ৫ ম্যাচে ৩ জয় বিপরীতে ২ হার। অবশ্য মাইশুকুর, ইমরুল কায়েসরা রয়েছেন গাজী শিবিরে। তাছাড়া কোচ সালাউদ্দিনের অধীনে রনি তালুকদার, শামসুর রহমানরা যেকোন সময় পাল্টে দিতে পারেন ম্যাচের চিত্র।
তবে দোলেশ্বরের ফরহাদ রেজা, মার্শাল আইয়ুব, আরাফাত সানিরা প্রমাণ রাখেছেন নিজেদের যোগ্যতার।
ফতুল্লায় মুখোমুখি হবে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান।

এ বিভাগের অন্যান্য সংবাদ