Sobujbangla.com | এপ্রিলেই আসছে আরো সাড়ে চারশো বাস।
News Head

এপ্রিলেই আসছে আরো সাড়ে চারশো বাস।

  |  ১৭:১৪, মার্চ ১৩, ২০১৯

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে ঢাকার ধানমণ্ডি থেকে মতিঝিল হয়ে উত্তরা পর্যন্ত বিআরটিসির সাড়ে চারশো বাস চলাচল শুরু করবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন।
বুধবার (১৩ মার্চ) বিকেলে নগর ভবনে রাজধানীর বাস রুট পুনর্বিন্যাস কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের জানান, শিগগিরই শহরে ট্যুরিস্ট বাস সার্ভিসও চালু হবে।
সাঈদ খোকন বলেন, তিনটি এলাকায় চক্রাকার বাস সার্ভিস বিআরটিসি প্রদান করবে। ৪৫০ টি বাস ঢাকা শহরে পরিচালিত হবে। সেখানে এসি ও নন এসি বাস রয়েছে।
ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, যে বাসগুলো নামবে সেগুলো স্মার্ট কার্ডের মাধ্যমে চলবে। এটা নতুন একটা কনসেপ্ট তৈরি হচ্ছে। ঢাকা একটি পর্যটন এলাকা। উত্তরে ও দক্ষিণে ৩টি করে মোট ৬টি টুরিস্ট বাস থাকবে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ