সরফরাজের বদলে অধিনায়ক মালিক
আগামী ২২ মার্চ সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের জন্য অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে অলরাউন্ডার শোয়েব মালিককে। কারণ হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে বলা হয়েছে, আসন্ন বিশ্বকাপের আগে নিয়মিত অধিনায়ক সরফরাজ আহমেদকে বিশ্রাম দেয়া।।
পাঁচ ম্যাচের সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েব সাইট ‘ক্রিকইনফো’ নিশ্চিত করেছে এই তথ্য।
গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরে সরফরাজ নিষিদ্ধ হলে অধিনায়কের দায়িত্ব পালন করেন শোয়েব মালিক।
পাকিস্তান দলের প্রধান নির্বাচক ইনজামাম উল হক গণমাধ্যমকে বলেন, আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের কথা মাথায় রেখে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিব যাতে বিশ্বকাপে শতভাগ ফিট খেলোয়াড় পেতে পারি। তাই সরফরাজসহ আরও কয়েকজনকে বিশ্রামে রাখা হয়েছে।
ইনজামাম আরও বলেন, টানা ক্রিকেট খেললে শরীরের ওপর দিয়ে অনেক বেশি ধকল যায় খেলোয়াড়দের। যে কারণে, বিশ্বকাপের আগে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।