Sobujbangla.com | বিপিএলের প্লে-অফের সূচি
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

বিপিএলের প্লে-অফের সূচি

  |  ১৯:০৭, ফেব্রুয়ারি ০২, ২০১৯

খুলনা টাইনটান্সের বিপক্ষে ঢাকা ডায়নমাইটসের আজকের (শনিবার) ম্যাচ দিয়ে শেষ হয়ে গেল বিপিএলের লিগ পর্ব। প্রত্যেক দল তাদের আমলনামা হাতে পেয়ে গেছে। যে হিসেবে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল পরের রাউন্ডে খেলবে। বাকি তিন দলকে আগামী আসরের চিন্তা শুরু করতে হবে।
প্লে-অফ নিশ্চিত হওয়া চার দল হল- রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চিটাগং ভাইকিংস এবং ঢাকা ডায়নমাইটস। শীর্ষ দুই দল রংপুর এবং কুমিল্লা প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে। এ ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনাল খেলবে। তার আগে এলিমিনেটর ম্যাচে লড়বে ঢাকা ডায়নামাইটস এবং চিটাগং ভাইকিংস। এলিমিনেটার ম্যাচে জয়ী দল অপেক্ষা করবে কোয়ালিফায়ার ম্যাচে পরাজিত দলের জন্য। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে তারা। ফাইনালের মঞ্চে জায়গা করে নিতে এই ম্যাচ জিততে হবে তাদের।
সূচি:
এলিমিনেটর : চিটাগং ভাইকিংস-ঢাকা ডায়নামাইটস (৪ ফেব্রুয়ারি, দুপুর ১.৩০)
কোয়ালিফায়ার-১: রংপুর রাইডার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স (৪ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬.৩০)
কোয়ালিফায়ার-২: এলিমিনেটর ম্যাচ জয়ী- প্রথম কোয়ালিফায়ারে পরাজিত (৬ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬.৩০)
ফাইনাল: কোয়ালিফায়ার-১ এবং কোয়ালিফায়ার-২ এর বিজয়ী (৮ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৭টা)
সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এ বিভাগের অন্যান্য সংবাদ