Sobujbangla.com | দারুণ জয়ে শীর্ষে উঠে গেল মাশরাফির রংপুর
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

দারুণ জয়ে শীর্ষে উঠে গেল মাশরাফির রংপুর

  |  ২০:১৪, জানুয়ারি ২৮, ২০১৯

প্লে অফ পর্বে খেলার শেষ মুহূর্তের লড়াইটা চলছে এখন। শীর্ষ দলগুলোর কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই দলগুলো বেশ সতর্কভাবেই খেলছে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ঢাকা ডায়নামাইটসের চ্যালেঞ্জিং সংগ্রহ টপকে দারুণ জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। মাশরাফি বিন মুর্তজার দল জিতেছে আট উইকেটের বড় ব্যবধানে।
দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের চমৎকার সেঞ্চুরির ওপর ভর করে এই দরুণ জয় পেয়েছে রংপুর। আসরে এর আগে তিন ম্যাচ খেললেও খুব বড় কোনো ইনিংস খেলতে পারেননি তিনি। এমন দিনে জ্বলে উঠলেন ঢাকার বিশাল সংগ্রহ টপকাতেও খুব একটা বেগ পেতে হয়নি তাঁর দলের।
চার নম্বরে ব্যাট করতে নেমে ১০০ রানের হার না মানা অসাধারণ একটি ইনিংস খেলেন ভিলিয়ার্স। ৫০ বল খরচ করে ছয় ছক্কা এবং আটটি চারে ইনিংসটি সাজান তিনি। তাঁর পাশে থেকে চমৎকার আরেকটি ইনিংস খেলেছেন অ্যালেক্স হেলস। ইংল্যান্ড ব্যাটসম্যান করেন ৮৫ রান।
ভিলিয়ার্সের এই সেঞ্চুরি চলমান বিপিএলের পঞ্চম শতক। এর আগে কুমিল্লা ক্যারিবীয় ব্যাটসম্যান এভিন লুইস, রাজশাহী কিংসের ইংলিশ ব্যাটসম্যান লরি ইভান্স, রংপুরের ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলস ও দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো একটি করে সেঞ্চুরি করেছিলেন।
এর আগে ঢাকা প্রথমে ব্যাট করে ১৮৬ রানের বড় সংগ্রহ গড়েছিল। জাতীয় দলের বাইরে থাকা ওপেনার রনি তালুকদার ফর্মের ধারাবাহিকতা অব্যাহত রেখে এ দিনও চমৎকার একটি হাফসেঞ্চুরি করেছেন। তাঁর ৩২ বলে ৫২ রানের ইনিংসটি ঢাকার এই সংগ্রহ গড়তে সবচেয়ে বড় ভূমিকা রাখে। সুনীল নারিন (২৮) এবং অধিনায়ক সাকিব আল হাসান (২৫) দুটি উল্লেখযোগ্য ইনিংস খেলেন।
অবশ্য শেষ দিকে ক্যারিবীয় তারকা কিয়েরন পোলার্ড চমৎকার একটি ঝড়ো ইনিংস খেলেন। তিনি ২৩ বলে ৩৭ রান করেন। যাতে পাঁচটি চার ও একটি ছক্কার মার রয়েছে।
এই জয়ে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স শীর্ষে উঠে গেছে। কুমিল্লা ভিক্টোরিয়ানস ও চিটাগং ভাইকিংস সমান পয়েন্ট নিয়েও যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রান গড়ে পিছিয়ে থেকে। আর ঢাকা ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে।

এ বিভাগের অন্যান্য সংবাদ