সাকিবের শিকার ব্যালবার্নি
শুরু করে দিলেন মুস্তাফিজুর রহমান। কিছুক্ষণ পর শিকারির ভূমিকায় যোগ দেন মোসাদ্দেক হোসেন সৈকত। এবার সাকিব আল হাসানের আঘাত। বিশ্বসেরা অলরাউন্ডারের শিকার অ্যান্ডি বিলবার্নি। ১৫.৩ ওভারে ৬৩ রান তুলতেই তিন উইকেট হারিয়ে বসেছে স্বাগতিক আয়ারল্যান্ড। ওপেনার এড জয়েস ২২ ও নেইল ও’ব্রায়েন শূন্য রানে ব্যাট করছেন।
আয়ারল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। স্কোর কার্ডে কোনো রান যোগ করার আগেই ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার পল স্টার্লিংকে ফিরিয়ে দেন বাঁ-হাতি এই পেসার। শুধু উইকেট নেয়াই নয়, নিজের করা প্রথম ওভারে কোনো রানই খরচ করেননি তিনি।
এরপর নবম ওভারে এসে আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডকে সাজঘরে চেনান ডানহাতি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। মাশরাফি বিন মুর্তজার করা আগের ওভারেই ক্যাচ তুলেছিলেন পোর্টারফিল্ড। কিন্তু সহজ ক্যাচটি মাটিতে ফেলে দেন মোসাদ্দেক। কিন্তু পরের ওভারে বল করতে এসে পোর্টারফিল্ডের তোলা ক্যাচ তালুবন্দী করে নিতে সমস্যা হয়নি তার।
এর আগে ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।