আমি অটল থাকলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে: পাপন
২ জানুয়ারি, সাংবাদিকদের পাপন বলেন, ‘বোর্ড যারা আছে তারা প্রত্যেকেই কোনো না কোনো ক্লাব থেকে এসেছে। অতএব তাদের একটা ইনফ্লুয়েন্স থাকেই। কিন্তু বোর্ড যদি সিদ্ধান্ত নেয় এবং বিশেষ করে আমি যদি অটল থাকি যে, আম্পায়ারিং হতে হবে একেবারে সুষ্ঠু তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।
তিনি আরো বলেন, ‘দুর্নীতি অনেক জায়গায় থাকে। একটা একটা করে আপনাকে আসতে হবে। আপনি একবারেই সবাইকে ঠিক করতে পারবেন না। উন্নতি হচ্ছে। নিচের লেভেলেও হবে। কিন্তু এটা আরো দুই তিন বছর সময় নিবে। কিন্তু এটুকু বলতে পারি, যদি আর তিন বছর ক্রিকেটের সাথে থাকি তাহলে এটার একদম শেষ পর্যন্ত দেখে নিবো।
টানা তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হলেও, মন্ত্রিত্ব নিয়ে ভাবছেন না পাপন। তবে ক্রীড়া সংশ্লিষ্ট কারো কাছেই ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া উচিৎ বলে মত তাঁর।