সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে ৩৬ রানের জয় বাংলাদেশের।
সাকিব আল হাসানের অল রাউন্ড পারফরম্যান্সে উইন্ডিজকে হারিয়ে টি টোয়েন্টি সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। টাইগারদের জয় ৩৬ রানে। প্রথমবার টি টোয়েন্টিতে পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাকিব।
জ্বলে উঠেছেন ব্যাটসম্যানরাও। যে কারনে ২১১ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় স্বাগতিকরা।
লিটন, সাকিব, মাহমুদুল্লার ব্যাটিং তান্ডবে মিরপুরে নিজেদের সর্বোচ্চ রান পেয়েছে বাংলাদেশ। ৪ উইকেটে ২১১ রানের বড় সংগ্রহ পেয়েছে টাইগাররা। জবাব দিতে নেমে শেষ খবর পর্যন্ত উইন্ডিজদের সংগ্রহ ১ উইকেটে ১৮ রান।
শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪২ রানের জুটি গড়েন তামিম ইকবাল ও লিটন দাস। তামিম ১৪ রানে ফিরলেও ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। ৩৪ বলে ৬০ রানে ফেরেন এ ব্যাটসম্যান।
মাঝে মুশফিক, সৌম্যদের ইনিংস বড় না হলেও পঞ্চম উইকেটে ঝড় তোলেন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ। এ দুজনের হার না মানা ৯১ রানের পার্টনারশিপে ২১১ রান তোলে বাংলাদেশ। যা ঘরের মাঠে দলটির সর্বোচ্চ আর সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
মাহমুদুল্লাহ ২১ বলে ৪৩ আর সাকিব অপরাজিত থাকেন ২৬ বলে ৪২ রানে।