Sobujbangla.com | চিন্তা থেকে মুক্ত, ভয়ঙ্কর হওয়ার আগেই টেলরকে ফেরালেন মুস্তাফিজুর রহমান।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

চিন্তা থেকে মুক্ত, ভয়ঙ্কর হওয়ার আগেই টেলরকে ফেরালেন মুস্তাফিজুর রহমান।

  |  ১৭:৪৩, মে ১৭, ২০১৭

লুক রনচি ও টম লাথাম ফিরে গেলেও নিউজিল্যান্ডকে ধীর গতিতে টেনে নিয়ে যাচ্ছিলেন রস টেলর। সময় যত বাড়ছিল বাংলাদেশের কপালে ততই চিন্তার ভাঁজ ফেলছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। তবে ভয়ঙ্কর হওয়ার আগেই টেলরকে ফিরিয়ে স্বস্তি এনেছেন মুস্তাফিজুর রহমান।

মাত্র ২৫ রানেই টেলরকে আটকে ফেলেছেন মুস্তাফিজ। ৩১তম ওভারে টেলরকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন বাঁ-হাতি এই পেসার। নিজের পঞ্চম ওভারে টেলরকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন কাটার মাস্টার। তার আবেদনে সাড়া দেন আম্পায়ারও। টেলরের বিদায়ে স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরেও।

আউট হওয়ার আগে ৪০ বলে এক চারে ২৫ রান আসে টেলরের ব্যাট থেকে। টেলরের বিদায়ের পর ক্রিজে আসেন জেমস নিশাম। নেইল ব্রুম ২২ ও নিশাম দুই রানে অপরাজিত থেকে ব্যাট করছেন। ৩২.২ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে চার উইকেটে ১৫২ রান।

এর আগে নিউজিল্যান্ডের শিবিরে প্রথম আঘাত হানের মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের দেওয়া ২৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লাথাম ও রনচির উদ্বোধনী জুটিতে ৩৯ রান পেয়ে যায় ব্ল্যাক ক্যাপরা। তবে রনচিকে ২৭ রানে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন মুস্তাফিজ। এরপর সাব্বির রহমানের দুর্দান্ত থ্রোতে রান আউটের ফাঁদে পড়েন জর্জ ওয়ার্কার।

রনচি এবং ওয়ার্কারের বিদায়ের পর নিউজিল্যান্ডকে টানছিলেন অধিনায়ক টম লাথাম। তবে হাফ সেঞ্চুরি পূর্ণ করা এই ওপেনারকে বেশিদূর এগোতে দেননি রুবেল হোসেন। ৫৪ রানে লাথামকে ফিরিয়ে দলকে ব্রেকথ্রু এনে দেন রুবেল। ২১তম ওভারে রুবেল হোসেনের তৃতীয় বলে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের তালুবন্দী হন লাথাম। আউট হওয়ার আগে ৬৪ বলে তিন চার ও এক ছয়ে ৫৪ রান আসে ব্ল্যাক ক্যাপ অধিনায়কের ব্যাট থেকে

এ বিভাগের অন্যান্য সংবাদ