প্রথম ওয়ানডে জিতে নিলো টাইগাররা
উইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে প্রথম ওয়ানডে জিতে নিলো টাইগাররা। ১৯৬ রানের টার্গেটে নেমে সহজে জয় ছিনিয়ে নেয় টাইগাররা। মুশফিক অপরাজিত থাকেন ৫৫ রানে।
মিরপুরে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। কিন্তু দাপট দেখাতে পারেনি উইন্ডিজ। স্বগাতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেটে তুলতে পারে ১৯৫ রান। শেই হোপ সর্বোচ্চ ৪৩ রান করেন।
ড্যারেন ব্রাভো, শেই হোপ ও রভম্যান পাওয়েলকে ফিরিয়ে নিজের দুইশতম ওয়ানডেকে স্মরণীয় করে রেখেছেন মাশরাফী। মোস্তাফিজও নিয়েছেন তিন উইকেট।
শেষভাগে কিমো পলের ২৮ বলের ঝড়ো ৩৬ রানে লড়াকু পুঁজি পায় ক্যরিবিয়রা।
জবাব দিতে নেমে তামিম ইকবাল ও ইমরুল কায়েস দ্রুত বিদায় নেন। লিটন দাসও একবার বেঁচে যান নো বলের কল্যাণে।
তবে শেষ পর্যন্ত কিমো পলের বলে আউট হন ৪১ রান করে। মুশফিক ও সাকিব গড়েন বড় ঝুটি। আউট হওয়া আগে করেন ২৬ বলে ৩০ রান। আর মুশফিক ৫৫ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান।