Sobujbangla.com | বার্সেলোনাকে সরিয়ে শীর্ষে সেভিলা।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

বার্সেলোনাকে সরিয়ে শীর্ষে সেভিলা।

  |  ১৩:৫৪, নভেম্বর ২৬, ২০১৮

গতকাল রোববার লা লিগায় ঘরের মাঠে রিয়াল ভালাদলিদকে ১-০ গোলে হারিয়েছে সেভিলা। এতেই বার্সেলোনাকে সরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে দলটি। ফলে এক ধাপ করে নেমে যথাক্রমে টেবিলের দ্বিতীয় এবং তৃতীয় দল এখন বার্সেলোনা এবং আতলেটিকো মাদ্রিদ।
প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ফলাফল নির্ধারণী গোল পেয়েছে সেভিলা। ৩০তম মিনিটে পাবলো সারাবিয়ার ক্রস থেকে আসা বলকে দুর্দান্ত এক হেডে জালে জড়িয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড আন্দ্রে সিলভা। অবশ্য এসি মিলান থেকে ধারে সেভিলায় খেলতে আসা এই তারকা লিগে ব্যক্তিগত অষ্টম গোল করে প্রমাণ করেছেন নিজেকে। পরবর্তীতে আর কোনো গোল করতে পারেনি দুই দল।
অবশ্য তুর্কি ফরোয়ার্ড এনেস উনালের দুটি গোল অফসাইডের ফাঁদে পড়ে অবৈধ ঘোষিত হয়। অন্যদিকে শেষ মিনিটে তাঁর একটি শটকে অসাধারণভাবে ফিরিয়ে দেন সেভিলার গোলরক্ষক। তাই শেষ পর্যন্ত সিলভার একমাত্র গোলটিতেই খেলার মীমাংসা হয়।
১৩ ম্যাচে আটটিতেই জয় নিয়ে এবং দুটি ড্রয়ে সেভিলার পয়েন্ট ২৬। এক পয়েন্ট কম পেয়ে দুইয়ে আছে বার্সেলোনা। ঠিক আরেক পয়েন্ট পেছনে থাকা আতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ২৪। ১৯৪৫-৪৬ মৌসুমে লা লিগায় নিজেদের একমাত্র শিরোপা পেয়েছিল সেভিলা। এবার টানা চার ম্যাচ অপরাজিত রয়েছে তারা। আগামী ২ ডিসেম্বর, রোববার পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা দল আলভেসের বিপক্ষে লা লিগার পরবর্তী ম্যাচে মাঠে নামবে সেভিলা।

এ বিভাগের অন্যান্য সংবাদ