৩ ডিসেম্বর মন্ত্রিসভার শেষ বৈঠক।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আজ সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মন্ত্রীসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ ডিসেম্বর মন্ত্রিসভার শেষ বৈঠক হওয়ার বিষয়টিতে তার সম্মতি জানান।
আজকের বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, ৩ ডিসেম্বরের পর মন্ত্রিসভার আর বৈঠক হবে না। তবে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত বর্তমান সরকারই কার্যকর থাকবে।
বৈঠকে অংশ নেওয়া একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে পরে বলেন, “প্রধানমন্ত্রী জানিয়েছেন আগামী ৩ ডিসেম্বর সোমবার মন্ত্রিসভার শেষ বৈঠক হবে।”
তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট হবে।
ওই মন্ত্রী বলেন, “দলীয় মনোনয়ন পাওয়া মন্ত্রিসভার সদস্যদের এলাকায় সময় দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।