রেকর্ড গড়ার পথে মুশফিকুর রহিম।
টেস্ট ক্রিকেটে চার হাজার রান করার পথে মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আর মাত্র ৩১ রান করলেই চার হাজারি ক্লাবের তালিকায় সদস্য হবেন এই ব্যাটসম্যান। এই ক্লাবের একমাত্র বাংলাদেশি সদস্য হচ্ছেন তামিম ইকবাল। এই ওপেনারের সংগ্রহ ৪ হাজার ৪৯ রান।
মুশফিক ৬৪টি টেস্টে ৬ সেঞ্চুরি এবং ১৯টি ফিফটির মাধ্যমে ৩ হাজার ৯৬৯ রান সংগ্রহ করেছেন। আর মাত্র ৩১ রান করলেই চার হাজারী ক্লাবের সদস্য পদ পাবেন তিনি। চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট উইন্ডিজের বিপক্ষে আর ৮১ রান করলে তামিম ইকবালকে ছাড়িয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের তালিকায় রান সংগ্রহের দিক থেকে শীর্ষে উঠে যাবেন মুশফিক।
উল্লেখ্য, টেস্টে রান সংগ্রহের দিক থেকে এখনও পর্যন্ত বাংলাদেশে সবার ওপরে আছেন তামিম। ৮ সেঞ্চুরি এবং ২৫টি ফিফটির সাহায্যে ৪ হাজার ৪৯ রান করেন তামিম। তার ঠিক পরেই অবস্থান মুশফিকুর রহিমের। ৬ সেঞ্চুরি এবং ১৯টি ফিফটিতে তার সংগ্রহ ৩ হাজার ৯৬৯ রান। অন্যদিকে ৫ সেঞ্চুরি এবং ২৩টি ফিফটির সাহায্যে ৩ হাজার ৬৯২ রান নিয়ে তিনে আছেন সাকিব।