Sobujbangla.com | যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ মৌলভীবাজারের।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ মৌলভীবাজারের।

  |  ২২:১০, জুলাই ১৯, ২০২৩

মৌলভীবাজার শহরের যানজট নিরসনে নতুন এক উদ্যোগ নিতে যাচ্ছে প্রশাসন। শহরে এখন চলবে শুধু সিএনজিচালিত টমটম। শহরে লোকাল ট্রিপ দিতে পারবে না কোনো সিএনজিচালিত অটোরিকশা। শহরের বিভিন্ন সড়কে চলবে লাল, সবুজ ও কমলা কালারের সিএনজিচালিত টমটম। যানজট নিয়ন্ত্রণ ও পরিবহনে শৃঙ্খলা আনতে এমন উদ্যোগ বাস্তবায়ন করছে মৌলভীবাজার পৌরসভা। বুধবার (১৯ জুলাই) দুপুরে জেলা শহরের সেন্ট্রালরোডে গিয়ে দেখা যায়, এই রোডে কোনো সিএনজিচালিত অটোরিকশা প্রবেশ করছে না। তবে টমটম ও রিকশা চলাচল করছে। পৌর মেয়র মো. ফজলুর রহমান শহরে যানজট নিয়ন্ত্রণ ও পরিবহনে শৃঙ্খলা আনতে এমন উদ্যোগ বাস্তবায়নে তদারকি করছেন। এর আগে গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে জেলা শহরে যানজট নিরসনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তিনকালারের সিএনজিচালিত টমটম চলাচল কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র মো. ফজলুর রহমান ও উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন। পৌর মেয়র মো. ফজলুর রহমান জানান, জেলা শহরে প্রায় ৯ শত সিএনজিচালিত টমটমের নিবন্ধন রয়েছে। এর মধ্যে সেন্ট্রালরোডে চলবে দিনে ৩০টি। বাকিগুলো একদিন পরপর শহরের অন্য সড়কে চলাচল করবে। অর্থাৎ একদিন যে সিএনজিচালিত টমটম চলবে পরদিন সেটির চলাচল বন্ধ রাখতে হবে। কোন দিন কোন সিএনজিচালিত টমটম চলাচল করবে, তা রেজিস্ট্রেশন নম্বরের জোড় এবং বেজোড় সংখ্যার ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। একমাত্র সেন্ট্রালরোডে সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভেও চলবে না তবে অন্য সড়কে রিজার্ভে চলবে। তিনি আরও বলেন, এভাবে চললে শহরে যানজট কম হবে। চৌমোহনা থেকে কুসুমবাগ পর্যন্ত ভাড়া ৫ টাকা হবে। অন্য সড়ক গুলোতে পূর্বের ন্যায় ভাড়া থাকবে। রেজিস্ট্রেশনবিহীন কোনো সিএনজিচালিত অটোরিকশা ও টমটম শহরের মধ্যে চলাচল করতে পারবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ